Actor Vanishes: ‘পেয়ার কা পঞ্চনামা’-এ কার্তিক আরিয়ানের সঙ্গে আত্মপ্রকাশ, অভিনেতা হারিয়ে গেলেন এই অজানা কারণে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 23, 2022 | 9:54 AM

Raayo S Bakhirta: 'পেয়ার কা পঞ্চনামা' ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ শুরু করেছিলেন অভিনেতা রায়্যো এস বাখির্তা। তারপর কার্তিক এগিয়ে গেলেন জীবনে। অনেক সাফল্য পেলেন। আর রায়্যো? কোন অন্ধকারে হারিয়ে গেলেন তিনি?

1 / 6
একসঙ্গে শুরু করেছিলেন জার্নি। 'পেয়ার কা পঞ্চনামা' ছিল সেই ছবির নাম। যেখানে তিন প্রেমিকের জীবনকে সিলভার স্ক্রিনে তুলে ধরেছিলেন কার্তিক আরিয়ান, দিব্যেন্দু, রায়্যো এস বাখির্তা। বর্তমানে বলিউডের বড় স্টার হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান। পরপর কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'ভুল ভুলাইয়া ২'। দিব্যেন্দুও নিজেকে প্রমাণ করেছেন ও নিজেকে আরও বেশি পরিচিত করে তুলেছেন 'মির্জাপুর'-এর মতো ছবিতে অভিনয় করে। কিন্তু রায়্যো? তিনি কোথায় হারিয়ে গেলেন?

একসঙ্গে শুরু করেছিলেন জার্নি। 'পেয়ার কা পঞ্চনামা' ছিল সেই ছবির নাম। যেখানে তিন প্রেমিকের জীবনকে সিলভার স্ক্রিনে তুলে ধরেছিলেন কার্তিক আরিয়ান, দিব্যেন্দু, রায়্যো এস বাখির্তা। বর্তমানে বলিউডের বড় স্টার হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান। পরপর কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'ভুল ভুলাইয়া ২'। দিব্যেন্দুও নিজেকে প্রমাণ করেছেন ও নিজেকে আরও বেশি পরিচিত করে তুলেছেন 'মির্জাপুর'-এর মতো ছবিতে অভিনয় করে। কিন্তু রায়্যো? তিনি কোথায় হারিয়ে গেলেন?

2 / 6
'পেয়ার কা পঞ্চনামা' ছবিতে বিক্রান্ত চৌধুরীর চরিত্রে অভিনয় করার পর আর সে ভাবে লাইমলাইটে আসেননি রায়্যো।

'পেয়ার কা পঞ্চনামা' ছবিতে বিক্রান্ত চৌধুরীর চরিত্রে অভিনয় করার পর আর সে ভাবে লাইমলাইটে আসেননি রায়্যো।

3 / 6
তাঁর হঠাৎ হারিয়ে যাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন রায়্যো। তিনি জানিয়েছেন, অন্য নায়কদের সঙ্গে প্রতিযোগিতা করায় তিনি বিশ্বাস করেন না। নিজের কাজের সঙ্গেই নিজের তুলনা টানতে চান অভিনেতা।

তাঁর হঠাৎ হারিয়ে যাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন রায়্যো। তিনি জানিয়েছেন, অন্য নায়কদের সঙ্গে প্রতিযোগিতা করায় তিনি বিশ্বাস করেন না। নিজের কাজের সঙ্গেই নিজের তুলনা টানতে চান অভিনেতা।

4 / 6
সংবাদ মাধ্যমকে রায়্যো জানিয়েছেন, তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান। এটাই একমাত্র চাহিদা তাঁর। তাঁর চেয়ে অনেক আগে এগিয়ে গিয়েছেন সহ-অভিনেতা কার্তিক, সেটা নিয়ে তিনি খুব বেশি ভাবিতও নন।

সংবাদ মাধ্যমকে রায়্যো জানিয়েছেন, তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান। এটাই একমাত্র চাহিদা তাঁর। তাঁর চেয়ে অনেক আগে এগিয়ে গিয়েছেন সহ-অভিনেতা কার্তিক, সেটা নিয়ে তিনি খুব বেশি ভাবিতও নন।

5 / 6
রায়্যো নাকি অনেক ছবিতে কাজের প্রস্তাবও ফিরিয়েছেন একটা সময়। জানিয়েছেন, তিনি নাকি ইন্ডাস্ট্রির কাজের ধরন বুঝতেন না।

রায়্যো নাকি অনেক ছবিতে কাজের প্রস্তাবও ফিরিয়েছেন একটা সময়। জানিয়েছেন, তিনি নাকি ইন্ডাস্ট্রির কাজের ধরন বুঝতেন না।

6 / 6
'পেয়ার কা পঞ্চনামা'র পর অনীশ খান্নার নির্দেশনায় 'ইস্ক অ্যাকচুয়ালি' ছবিতে অভিনয় করেছিলেন রায়্যো। শান্তনু অনন্ত তাম্বের সঙ্গে কাজ করেছিলেন 'আননোন কলার' ছবিতেও।

'পেয়ার কা পঞ্চনামা'র পর অনীশ খান্নার নির্দেশনায় 'ইস্ক অ্যাকচুয়ালি' ছবিতে অভিনয় করেছিলেন রায়্যো। শান্তনু অনন্ত তাম্বের সঙ্গে কাজ করেছিলেন 'আননোন কলার' ছবিতেও।

Next Photo Gallery