Bangla NewsPhoto gallery Thiago Silva will equal Cafu and Dunga as the most captain of Brazil in World Cups
Thiago Silva FIFA WC : অনন্য নজিরের সামনে থিয়াগো সিলভা
FIFA World Cup: কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ জিতলেও গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। টানা দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করে তারা। সে কারণেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় প্রথম দলের একঝাঁক ফুটবলারকে। ক্যামেরুনের বিরুদ্ধে শেষ ম্যাচে হারে ব্রাজিল। রক্ষণে থিয়াগো সিলভার অভাব পরিষ্কার ধরা পড়ে। নকআউটের ম্যাচে ফিরছেন থিয়াগো। অনন্য নজিরের সামনে থিয়াগো সিলভা।