Pondicherry: ক্রিসমাসের সময় এক অন্যরূপ দেখা যায় এই কোস্টাল শহরের; দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: megha
Nov 24, 2021 | 7:18 PM
শীতের মরসুম শুরু হয়ে গিয়েছে। উপকূলীয় শহরগুলি মেতে উঠছে উৎসবের আনন্দে। কারণ মাস ফুরোলেই শুরু করতে হবে ক্রিসমাসের আয়োজন। পুদুচেরির মত কোস্টাল শহরেও ধুমধাম করে উদযাপন করা হয় ক্রিসমাস, দেখুন তারই এক ঝলক...
1 / 6
ভারতে সবচেয়ে সুন্দর ও পরিস্কার উপকূলবর্তী শহর। এই শহরটি অন্যান্য উপকূলবর্তী শহরের থেকে আলাদা। শহরের আনাচে-কানাচে মিশে রয়েছে ফরাসি উপনিবেশের স্থাপত্য, সংস্কৃতি। প্রাক ঐপনিবেশিক যুগের সব নিরর্শনই এখানে রয়েছে।
2 / 6
পুদুচেরিতে চার্চের সংখ্যা নেহাত কম নয়। ক্রিসমাসের সময় এই চার্চগুলি সেজে ওঠে।
3 / 6
ক্রিসমাসের রাতে সবাই জড়ো হয় প্রার্থনায়। গানে মেতে ওঠে পুদুচেরি বাসিন্দারা।
4 / 6
পুদুচেরির রাস্তাঘাট সেজে ওঠে আলোর রোশনায়। মানুষ ভীড় করে পুদুচেরির বাজারগুলিতে। ক্রিসমাসের সময় পুদুচেরির বাজারগুলো অন্যরূপ নেয়।
5 / 6
যেখানে উৎসব রয়েছে, সেখানে খাওয়া-দাওয়া থাকবে না, এমনটা হয় না। ঐতিহ্যবাহী পদ থেকে শুরু করে সুস্বাদু ওয়াইন সবই থাকে এই উৎসবে। তার সঙ্গে ক্রিসমাস ব্রাঞ্চ থেকে ডিনার সব কিছুর আয়োজন থাকে এই শহরে।
6 / 6
পুদুচেরির সমুদ্র সৈকত পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এই সমুদ্র সৈকতগুলিও ক্রিসমাসে সেজে ওঠে। অনাহাসে সান বার্থ থেকে শুরু করে ক্রিসমাস পার্টি করতে পারেন পুদুচেরির সমুদ্র সৈকতে।