
একাধিক ব্যক্তি গাড়ি চালাতে পারেন কিনা সেটা লক্ষ্য রাখুন। যে কোনও একজনের জন্য লাগাতার গাড়ি চালানো ধকলের বিষয়। একেক সময় একেক জন স্টিয়ারিং সিটে বসুন।

গাড়ির টায়ার, তেলের পরিমাণ ঠিক আছে কিনা দেখে নিন।

রাতে গাড়ি চালাবেন না। এমন জায়গায় রাত কাটান যেখানে লোকজন আছে।

গাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, খাবার রেখে দিন। বেশি লাগেজ বইবেন না।

সুযোগ বুঝে গাড়ির তেল ভরিয়ে নিন। বর্ষাকাল যেহেতু, ভারী বৃষ্টিতে গাড়ি না চালানোই ভাল।

গাড়ির হেড লাইটের আলো ঠিক মতো জ্বলছে কিনা দেখে নিয়ে টুরে বেরোন।

গাড়িতে বাড়তি টায়ার, যন্ত্রপাতি, ওষুধ রেখে দিন।