অমিতাভ বচ্চন, ইরফান খান, দীপিকা পাড়ুকোন অভিনীত 'পিকু' ছবির কথাই ধরে নেওয়া যাক। দিল্লি থেকে কলকাতা বাই রোড গিয়েছিল ছবির চরিত্ররা। সেটাই জুড়ে ছিল ছবির সিংহভাগ। এখন তো আবার করোনা পরিস্থিতি। তাই প্লেনে-ট্রেনে-বাসে টুর কথা অনেকেই এড়িয়ে চলছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী চলে যাচ্ছেন গাড়ি চালিয়ে। অনেকে ভয় পাচ্ছেন, কারণ অভিজ্ঞতা নেই। সবকিছুরই একটা প্রথমবার আছে। ভয় পাবেন না। মেনে চলুন কিছু নিয়ম।