জিমে গিয়ে শুধু ঘাম ঝরছে কিন্তু ওজন কমছে না? এই ২ উপাদানের তৈরি জলে চুমুক দিলেই ফল পাবেন
megha |
Jan 28, 2024 | 12:11 PM
Weight Loss Drinks: কোমর ও তলপেটের মেদ ঝরানো সবচেয়ে কঠিন। বিশেষত, শীতকালে। এই সময় ব্যায়াম করার ইচ্ছে যায় না। তার উপর খাওয়া-দাওয়াও চলতে থাকে। এই অবস্থায় ওজন কমাতে সাহায্য করে একটি পানীয়। হেঁশেলে থাকা সাধারণ উপাদান দিয়ে বানিয়ে নিন এবং দিনের যে কোনও সময় খান।
1 / 8
ওজন কমানো সহজ কাজ নয়। জিমে গিয়ে কসরত করতে হয়। তার সঙ্গে নিয়ম মেনে খাবার খেতে হয়। ডায়েট ও শরীরচর্চা ঠিকমতো করলে তবেই মেদ গলানো সম্ভব হয়। কিন্তু তাতেও উল্লেখযোগ্য ফল পাওয়া যায় না বললেই চলে।
2 / 8
কোমর ও তলপেটের মেদ ঝরানো সবচেয়ে কঠিন। বিশেষত, শীতকালে। এই সময় ব্যায়াম করার ইচ্ছে যায় না। তার উপর খাওয়া-দাওয়াও চলতে থাকে। এই অবস্থায় ওজন কমাতে সাহায্য করে একটি পানীয়।
3 / 8
জোয়ান ও আদা দিয়ে বানানো ডিটক্স ওয়াটার ওজন কমাতে সাহায্য করে। সকালে খালি পেটে হোক বা দুপুরের খাওয়া শেষ করে, দিনের যে কোনও সময় জোয়ান ও আদার জল খেলেই আপনি ওজন কমাতে পারবেন।
4 / 8
জোয়ান ও আদার জল হজম স্বাস্থ্যকে উন্নত করে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। জোয়ান বদহজম ও ফোলাভাব প্রতিরোধ করে। আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হজমের স্বাস্থ্যের প্রদাহ কমায়। এই কম্বিনেশন মেটাবলিজম বৃদ্ধি করে ওজন কমায়।
5 / 8
খাবার খাওয়ার পর অনেকেই মুখশুদ্ধি হিসেবে জোয়ান খান। জোয়ান গ্যাস-অম্বলের সমস্যাকে প্রতিরোধ করে। আয়ুর্বেদের মতে, জোয়ান মেটাবলিক রেট বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।
6 / 8
আদাও হজমে সহায়তা করে। পাশাপাশি এর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শারীরিক প্রদাহ কমাতে সাহায্য করে। আদা আপনাকে অতিরিক্ত খাবার খাওয়া থেকে দূরে রাখে।
7 / 8
জোয়ান ও আদার জল হজম স্বাস্থ্যকে উন্নত করে, মেটাবলিক রেট এবং সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করে। আপনি যদি ব্যালেন্স ডায়েট, শরীরচর্চা ও স্বাস্থ্যকর লাইফস্টাইলের সঙ্গে জোয়ান ও আদার জল খান, ওজন দ্রুত হারে কমবে।
8 / 8
এই পানীয় বানানোর আগে এক গ্লাস জলে ১ চামচ জোয়ান সারারাত ধরে ভিজিয়ে রাখুন। পরিদন সকালে জোয়ান ভেজানো জলে আদা থেঁতো করে দিন এবং মিশ্রণটি ফুটিয়ে নিন। এতে লেবুর রস মিশিয়ে পান করুন।