
মশা মারতে কামান দাগা, এই কথাটা শুনেছেন অনেকে। কিন্তু মশা মারলে টাকা পাওয়া যাবে, এমন শুনেছেন কখনও

সত্যি সত্যিই মশা মারলে টাকা দিচ্ছে সরকার। ফিলিপিন্স সরকার এই ঘোষণা করেছে। কিন্তু সরকারকে এমন সিদ্ধান্ত নিতে হল কেন?

মশা মারতে টাকা দেওয়ার কারণ হল ডেঙ্গি। ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গির উপদ্রব বাড়তেই মশা মারার জন্য পুরস্কার ঘোষণা করেছে সরকার।

ফিলিপিন্সের ম্যানিলায় বারানগে অ্যাডিশন হিলসে এত মশার বাড়বাড়ন্ত এবং ডেঙ্গি হু হু করে বৃদ্ধি পাওয়ার পরই রোগ প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলাকার প্রধান কার্লিটো সার্নাল জানিয়েছেন, প্রতি ৫টা মশা মারার জন্য এক পেসো করে দেওয়া হবে। ভারতীয় মুদ্রা অনুযায়ী ১০ পয়সা করে দেওয়া হবে।

অনেকে এই সিদ্ধান্ত নিয়ে মজা করলেও, প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য এটা দরকারি ছিল।

ম্যানিলায় সম্প্রতিই ৪৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। দুই পড়ুয়ার মৃত্য়ুও হয়েছে।

মশার পাশাপাশি লার্ভা মারলেও টাকা পাওয়া যাবে। এক মাস ধরে এই সচেতনতা প্রচার চালানো হবে।

এখনও পর্যন্ত ২৬ জন ৭০০-রও বেশি মশা ও লার্ভা মেরে আর্থিক পুরস্কার পেয়েছেন।