তিনি অনেকের কাছেই ঈর্ষার পাত্রী। তিনি শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। ২৪ ঘণ্টা শাহরুখের সঙ্গে ছায়ার মতো থাকেন তিনি।
শাহরুখকে সব কিছু থেকে আগলে রাখেন এই পূজাই। ২০১২ সাল থেকে শাহরুখের ম্যানেজার তিনি।
মহারাষ্ট্রের আরডি অ্যান্ড এসএইচ ন্যাশনাল কলেজ অ্যান্ড এসডব্লিউএ সায়েন্স কলেজ থেকে মাস মিডিয়ায় স্নাতক করেছেন পূজা। জানেন কি, শাহরুখ খানের ম্যানেজারি করে বছরে কত টাকা রোজগার করেন এই পূজা?
তার আগে শুনুন, এই পূজার বাড়ি নিজে হাতে সাজিয়েছেন শাহরুখে স্ত্রী গৌরী খান। পেশায় তিনি ইন্টিরিয়ার ডিজ়াইনার। বান্দ্রায় সেই বাড়ি কিনেছেন পূজা।
ম্যানেজারি করার জন্য পূজাকে প্রতি বছর ৭ থেকে ৯ কোটি টাকা মাইনে দেন শাহরুখ। যা সারাজীবনেও রোজগার করতে পারেন না মানুষ।
শাহরুখের ম্যানেজারি করে এখনও পর্যন্ত ৪৫ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি তৈরি করে ফেলেছেন পূজা।
তাঁর রোজগার করা অর্থে পূজা কিনেছেন একটি দুর্দান্ত দেখলে বহুমূল্যের নীল রঙের মার্সিডিজ় বেঞ্জ।
কেবল শাহরুখ নন, তাঁর পরিবারের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন পূজা। গৌরী, সুহানা, আরিয়ান এবং আব্রাম--পূজাকে ছাড়া কারওরই চলে না যেন। ২০২১ সালে আরিয়ান যখন মাদককাণ্ডে ফেঁসেছিলেন, সেই সময় খান পরিবারের পাশ থেকে এক মুহূর্তের জন্যেই সরেননি পূজা।