Bangla News Photo gallery This is how much the coaches like Hans Dieter Flick, Gareth Southgate and some other coaches are paid at the Qatar 2022 World Cup
FIFA World Cup 2022: ইংল্যান্ড, ফ্রান্স নাকি জার্মানি? কোন দলের দ্রোণাচার্যর বেতন সব চেয়ে বেশি জানেন?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Nov 23, 2022 | 7:17 PM
কাতার বিশ্বকাপে অংশ নিয়েছে মোট ৩২ টি দল। বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের দ্রোণাচার্যদের মধ্যে কার বেতন সব চেয়ে বেশি জানেন? জার্মানির কোচ সব চেয়ে বেশি বেতন পান। চলতি বিশ্বকাপে সব চেয়ে বেশি বেতন পাওয়া কোচেদের তালিকায় রয়েছেন -
1 / 9
আজ চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। চলতি বিশ্বকাপে সব চেয়ে বেশি বেতন পাওয়া কোচেদের তালিকায় শীর্ষে রয়েছেন জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক। তাঁর বেতন - ৬.৫ মিলিয়ন ইউরো।
2 / 9
ইরানের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জিতে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে হ্যারি কেনের ইংল্যান্ড। কাতার বিশ্বকাপে বেশি বেতন পাওয়া কোচেদের তালিকায় দুই নম্বরে রয়েছেন থ্রি লায়ন্সের কোচ গ্যারেথ সাউথগেট। তাঁর বেতন - ৫.৮ মিলিয়ন ইউরো।
3 / 9
সার্বিয়ার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল। নেইমারদের কোচ তিতে কাতার বিশ্বকাপে সব চেয়ে বেশি বেতন পাওয়া কোচেদের তালিকায় তিন নম্বর স্থান অর্জন করেছেন। তিতের বেতন - ৩.৬ মিলিয়ন ইউরো।
4 / 9
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপেদের কোচ দিদিয়ের দেঁশর বেতন ৩.১ মিলিয়ন ইউরো।
5 / 9
কাতার বিশ্বকাপে সব চেয়ে বেশি বেতন পাওয়া কোচেদের তালিকায় ৫ নম্বরে যৌথভাবে রয়েছেন মেক্সিকো এবং নেদারল্যান্ডসের কোচ জেরার্ডো টাটা মার্টিনো ও লুই ভ্যান গাল। তাঁরা পান ২.৯ মিলিয়ন ইউরো।
6 / 9
লিওনেল মেসির আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি রয়েছেন কাতার বিশ্বকাপে সব চেয়ে বেশি বেতন পাওয়া কোচেদের তালিকার ছয় নম্বরে। ২.৬ মিলিয়ন ইউরো বেতন পান স্কালোনি।
7 / 9
আয়োজক দেশ কাতার বিত্তশালী দেশ বলেই পরিচিত। কাতারের কোচ ফেলিক্স স্যাঞ্চেস বাসের বেতন ২.৪ মিলিয়ন ইউরো।
8 / 9
ঘানার বিরুদ্ধে আগামীকাল বিশ্বকাপ যাত্রা শুরু করছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচ ফের্নান্দো স্যান্টোস পান ২.২৫ মিলিয়ন ইউরো।
9 / 9
যে দল লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে এ বারের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে, সেই সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ড পান ১.১ মিলিয়ন ইউরো।