TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 11, 2022 | 8:12 PM
দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। সলমন খানের মন কেমন করে ওঠে। একটি গোটা দিন তিনি কাটিয়ে দিয়েছেন ভারতীয় নৌ-বাহিনীর সঙ্গে।
একটা গোটা দিন সলমন কাটালেন ভাইজ্যাকের নৌ-সেনাদের সঙ্গে। যে সেনা ভারতের এই উপকূল পাহারা দিয়ে চলেছেন সর্বক্ষণ।
কেবল দেখা করা, সময় কাটানো কিংবা কুশল বিনিময় নয়। সেনাদের জন্য নিজে হাতে রান্না করলেন সলমন।
তাঁদের সঙ্গে এক্সারসাইজ় করলেন ভাইজান। এক কথায় সেনাদের সুস্বাস্থ্য দেখে অভিভূত সলমন।
নৌ-বাহিনীর উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে পাল্লা দিয়ে পুশ আপও করেছেন সলমন।
সেনাদের টুপিতে সই করলেন তাঁদেরই অনুরোধে।
এভাবেই একটা দিন বাস্তবের হিরোদের সঙ্গে পর্দার হিরো মিলেমিশে একাকার হয়ে গেলেন।