Bangla NewsPhoto gallery This is the person small screen actor dibyojyoti dutta is rumoured to be dating
Tollywood Gossips: পর্দার ‘শালি’র সঙ্গেই বাস্তব জীবনে লুকিয়ে প্রেম করছেন নায়ক দিব্যজ্যোতি দত্ত; ‘অনুরাগে’ কে ‘ছুঁয়ে’ দিল তাঁকে?
Dibyojyoti Dutta Affairs: বর্তমান প্রজন্মের ছোট পর্দায় নায়কদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম দিব্যজ্যোতি দত্তর। এই মুহূর্তে তিনি 'অনুরাগে ছোঁয়া' ধারাবাহিকে ডঃ সূর্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন। এবং তিনি নাকি প্রেমও করছেন সেই ধারাবাহিকেরই এক অভিনেত্রীর সঙ্গে। তেমনটাই বাতাসে খবর। সে সেই নায়িকা, যিনি নায়কের মন জয় করে নিয়েছেন অল্প দিনের মধ্যে।