Tollywood Gossips: পর্দার ‘শালি’র সঙ্গেই বাস্তব জীবনে লুকিয়ে প্রেম করছেন নায়ক দিব্যজ্যোতি দত্ত; ‘অনুরাগে’ কে ‘ছুঁয়ে’ দিল তাঁকে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 13, 2023 | 2:33 PM

Dibyojyoti Dutta Affairs: বর্তমান প্রজন্মের ছোট পর্দায় নায়কদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম দিব্যজ্যোতি দত্তর। এই মুহূর্তে তিনি 'অনুরাগে ছোঁয়া' ধারাবাহিকে ডঃ সূর্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন। এবং তিনি নাকি প্রেমও করছেন সেই ধারাবাহিকেরই এক অভিনেত্রীর সঙ্গে। তেমনটাই বাতাসে খবর। সে সেই নায়িকা, যিনি নায়কের মন জয় করে নিয়েছেন অল্প দিনের মধ্যে।

1 / 8
প্রেমে পড়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তিনি নাকি প্রেম করছেন তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গেই। কে সেই সৌভাগ্যবতী নারী?

প্রেমে পড়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তিনি নাকি প্রেম করছেন তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গেই। কে সেই সৌভাগ্যবতী নারী?

2 / 8
এই প্রশ্নই এখন নেটদুনিয়া জুড়ে ঘুরঘুর করছে। যদিও নেটিজ়েনদের একাংশ চিনে ফেলেছেন দিব্যজ্যোতির প্রেয়সীকে। তিনি তাঁরই সহ-অভিনেত্রী।

এই প্রশ্নই এখন নেটদুনিয়া জুড়ে ঘুরঘুর করছে। যদিও নেটিজ়েনদের একাংশ চিনে ফেলেছেন দিব্যজ্যোতির প্রেয়সীকে। তিনি তাঁরই সহ-অভিনেত্রী।

3 / 8
এই মুহূর্তে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে নায়িকা দিপা সেনগুপ্ত, তথা অভিনেত্রী স্বস্তিকা ঘোষের বোনের চরিত্রে অভিনয় করছেন সেই সৌভাগ্যবতী। চরিত্রের নাম 'উর্মি'।

এই মুহূর্তে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে নায়িকা দিপা সেনগুপ্ত, তথা অভিনেত্রী স্বস্তিকা ঘোষের বোনের চরিত্রে অভিনয় করছেন সেই সৌভাগ্যবতী। চরিত্রের নাম 'উর্মি'।

4 / 8
উর্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী। এবং নায়িকার বোন, তথা পর্দায় তাঁর শালির সঙ্গে প্রেমে নায়ক দিব্যজ্যোতি। তেমনটাই বাতাসে খবর।

উর্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী। এবং নায়িকার বোন, তথা পর্দায় তাঁর শালির সঙ্গে প্রেমে নায়ক দিব্যজ্যোতি। তেমনটাই বাতাসে খবর।

5 / 8
এদিকে সৌমিলির ইনস্টাগ্রামও বলছে সেই কথাই। বারবার ইঙ্গিত দিচ্ছে, তিনি প্রেম করছেন পর্দার 'জামাইবাবু'র সঙ্গেই।

এদিকে সৌমিলির ইনস্টাগ্রামও বলছে সেই কথাই। বারবার ইঙ্গিত দিচ্ছে, তিনি প্রেম করছেন পর্দার 'জামাইবাবু'র সঙ্গেই।

6 / 8
ধারাবাহিকের শুরুতে 'সূর্য' দিব্যজ্যোতির সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল 'উর্মি' সৌমিলির। কিন্তু পিকচারে আগমন ঘটে 'দিপা' স্বস্তিকার। সব ভেস্তে যায় এবং উর্মির পরিচয় হয়ে ওঠে সূর্যর শালির। সেই ধারাবাহিকেই নায়কের ভাইয়ের সঙ্গে বিয়ে হয় উর্মির।

ধারাবাহিকের শুরুতে 'সূর্য' দিব্যজ্যোতির সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল 'উর্মি' সৌমিলির। কিন্তু পিকচারে আগমন ঘটে 'দিপা' স্বস্তিকার। সব ভেস্তে যায় এবং উর্মির পরিচয় হয়ে ওঠে সূর্যর শালির। সেই ধারাবাহিকেই নায়কের ভাইয়ের সঙ্গে বিয়ে হয় উর্মির।

7 / 8
এই প্রেমের গুঞ্জন যখন সর্বত্র, তখন নেটিজ়েনদের একাংশ এক ধাপ এগিয়ে বিয়েটাও প্রায় দিয়ে দেয় দিব্যজ্যোতি-সৌমিলির। কীভাবে?

এই প্রেমের গুঞ্জন যখন সর্বত্র, তখন নেটিজ়েনদের একাংশ এক ধাপ এগিয়ে বিয়েটাও প্রায় দিয়ে দেয় দিব্যজ্যোতি-সৌমিলির। কীভাবে?

8 / 8
তাঁরা প্রিয় অভিনতাদ্বয়ের পর্দায় অভিনীত চরিত্র সূর্য এবং উর্মির নাম জুড়ে দিয়েছেন—'সূর্মি'। এই সূর্মিই এখন ট্রেন্ডিং ভীষণরকম।

তাঁরা প্রিয় অভিনতাদ্বয়ের পর্দায় অভিনীত চরিত্র সূর্য এবং উর্মির নাম জুড়ে দিয়েছেন—'সূর্মি'। এই সূর্মিই এখন ট্রেন্ডিং ভীষণরকম।

Next Photo Gallery