Pregnancy: ওষুধ না খেয়েও কীভাবে রোধ করবেন গর্ভধারণ? রইল ১১টি ঘরোয়া টিপস
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 23, 2022 | 5:59 PM
Pregnancy Prevention: অবাঞ্ছিত প্রেগন্যান্সি রোধ করতে গর্ভনিরোধক বড়ি খাওয়া এখন আমবাত। কিন্তু কিছু ঘরোয়া উপায়ে অনায়াসে রোধ করতে পারেন গর্ভধারণ। কীভাবে? দেখুন ছবিতে...
1 / 11
এড়িয়ে চলুন ওভিউলেশনের সময়। পিরিয়ডসের দু'সপ্তাহ আগেই মূলত আসে সময়টা। এই সময় সেক্স করলে গর্ভধারণের সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে এড়িয়ে চলুন।
2 / 11
পুরুষ সঙ্গী যদি ভ্যাজাইনার ভিতরে ইজাকুলেশন না করেন, তা হলে গর্ভধারণের সম্ভাবনা কমানো যায়।
3 / 11
ওভিউলেশনের সময় মহিলাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। সে সময় সেক্স করলে গর্ভধারণের সম্ভাবনা বাড়তে পারে। এছাড়াও তাঁদের শরীর থেকে স্বচ্ছ তরল নির্গত হয়। সে সময়ও গর্ভধারণের সম্ভাবনা ৯৯%।
4 / 11
পেঁপে—অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করতে দিনে দু'বেলা পেঁপে খেতে পারেন।
5 / 11
নিম—নিমেও রোধ হয় গর্ভধারণ।
6 / 11
আদা—এক কাপ গরম জলে ৫ মিনিট আদা ফুটিয়ে খেয়ে দেখুন। গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে।
7 / 11
দারুচিনি—গর্ভপাত করে দারুচিনি। গর্ভধারণ রোধ করে। গর্ভবতী হতে চাইলে এই মশলাটি মুখে তুলবেন না।
8 / 11
হিং—এক কাপ গরম জলে ১/৪ চা চামচ হিং মিশিয়ে খান। গর্ভধারণ রোধ হবে।
9 / 11
অ্যাপরিকট—প্রাকৃতিক উপায়ে গর্ভধারণ রোধ করতে চাইলে এক কাপ ফুটন্ত জলে ২ চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। সঙ্গে ফুটন্ত জলে দিতে হবে অ্যাপরিকট।
10 / 11
অঞ্জির—নিয়মিত অঞ্জির খেলে রোধ হতে পারে গর্ভধারণ।
11 / 11
আনারস—গর্ভধারণ থেকে বিরত থাকতে চাইলে সেক্স করার পর অন্তত ২-৩ দিন আনারস খাবেন না।