Bangla News Photo gallery This Village in Switzerland Offers to Live for Free, Government will give you 22 Lakhs rs per Year, Know details
Switzerland: সুইজ়ারল্যান্ডে গিয়ে পাতুন সংসার, টাকা দেবে সরকার!
ঈপ্সা চ্যাটার্জী |
Jun 15, 2024 | 12:25 PM
Switzerland: যদি আপনার পরিবারে চারজন সদস্য থাকে, তবে প্রত্যেক প্রাপ্তবয়স্কের মাথাপিছু ২২ হাজার ৫০০ পাউন্ড দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২২ লক্ষ টাকা।
1 / 9
দেশে আর মন টিকছে না। বিদেশে গিয়ে কাজ করতে চান, সেখানেই থাকতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর।
2 / 9
আপনি চাইলে স্বপ্নের দেশ সুইজ়ারল্যান্ডে গিয়ে থাকতে পারেন। ছবির মতো সাজানো এই দেশে কে না যেতে চায়। কিন্তু শুধু ঘোরা নয়, পাকাপাকি থাকার সুযোগ মিলছে এবার।
3 / 9
আলবিনেন নামে সুইজ়ারল্যান্ডের একটি গ্রামে বিনামূল্যে বসতি স্থাপন করার সুযোগ দিচ্ছে।
4 / 9
শুধু তাই নয়,আপনি যদি ওই গ্রামে গিয়ে পরিবার নিয়ে বসবাস করেন, তবে সুইস সরকারের তরফে আপনাকে টাকাও দেওয়া হবে।
5 / 9
এছাড়া আপনার পরিবারে যদি সন্তান থাকে, তবে ৯০০০ পাউন্ড করে দেবে সরকার। অর্থাৎ সন্তানের মাথা পিছু ৮ লক্ষ টাকা দেওয়া হবে।
6 / 9
যদি আপনার পরিবারে চারজন সদস্য থাকে, তবে প্রত্যেক প্রাপ্তবয়স্কের মাথাপিছু ২২ হাজার ৫০০ পাউন্ড দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২২ লক্ষ টাকা।
7 / 9
তবে একটা শর্ত রয়েছে। এই গ্রামে বসবাস করলে, কমপক্ষে ১০ বছর থাকতেই হবে আলবিনেন গ্রামে।
8 / 9
যদি তার আগে এই গ্রাম ছেড়ে যেতে চান, তবে সরকার থেকে যে টাকা দেওয়া হয়েছিল, তা পুরোটাই ফেরত দিতে হবে।
9 / 9
এর জন্য আপনাকে বিশেষ কোনও আবেদন করতে হবে না। বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলেই আপনি সুইজ়ারল্যান্ডের এই গ্রামে গিয়ে থাকতে পারবেন।