Bangla NewsPhoto gallery This weekend's EPL match round to be postponed as a mark of respect for Her Majesty Queen Elizabeth II
EPL: রানির প্রয়াণে শোকের ছায়া ব্রিটেনে, এ বার স্থগিত সপ্তাহান্তের ইপিএল
Queen Elizabeth II: যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্বভাবতই ব্রিটেন জুড়ে শোকের ছায়া। তার প্রভাব ইতিমধ্যেই দেশের ক্রীড়াক্ষেত্রে পড়েছে। রানির প্রয়াণের ফলেকিছু কিছু খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। রানির প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছে ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের ক্রীড়া সংস্থাগুলি। এ বার রানির প্রতি শ্রদ্ধা জানাতে, এই সপ্তাহান্তে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত রাখা হবে।