যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্বভাবতই ব্রিটেন জুড়ে শোকের ছায়া। তার প্রভাব ইতিমধ্যেই দেশের ক্রীড়াক্ষেত্রে পড়েছে। রানির প্রয়াণের ফলেকিছু কিছু খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। রানির প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছে ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের ক্রীড়া সংস্থাগুলি। এ বার রানির প্রতি শ্রদ্ধা জানাতে, এই সপ্তাহান্তে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত রাখা হবে।
টুইটারে এক বিবৃতিতে ইপিএল কর্তৃপক্ষ লিখেছে, “মহামান্য রানির অসামান্য জীবন এবং দেশের প্রতি তাঁর অবদান সম্মানের যোগ্য। সোমবার সন্ধ্যে পর্যন্ত এই সপ্তাহান্তে ইপিএলের ম্যাচ স্থগিত থাকবে।”
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা, চেলসির মতো ক্লাবগুলি রানির প্রয়াণে শোক জানিয়েছে। ইপিএলের একাধিক ক্লাবের টুইটারের কভার ইমেজ কালো রংয়ের রাখা হয়েছে।
রানির মৃত্য়ুর খবর ঘোষণা হওয়ার পরই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, আজ, শুক্রবার ওভালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি ইংল্যান্ড ঘরোয়া ক্রিকেটের ম্যাচও স্থগিত রাখা হয়েছে।
রানির প্রয়াণের দিন, তাঁর মৃত্যুর শোকে ইউরোপের কয়েকটি ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে নীরবতা পালন করা হয়েছে।