
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলে গত ২৫ সেপ্টেম্বর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় ক্রিকেটর ঝুলন গোস্বামী। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। ছবি: টুইটার

২০০২ সালে ওয়ান ডে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ঝুলনের। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ওয়ান ডে খেলেন। ছবি: টুইটার

দেশের জার্সিতে ২০৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ঝুলন। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক ২৫৫ উইকেটের রেকর্ড রয়েছে চাকদহ এক্সপ্রেসের। ছবি: টুইটার

দেশের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ভাবে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। ছবি: টুইটার

সোশ্যাল মিডিয়ায় ঝুলন লিখেছিলেন, 'অবশেষে দিনটা চলেই এল। সব যাত্রা যে ভাবে শেষ হয় আমার ২০ বছরের ক্রিকেটের যাত্রাও সে ভাবেই শেষ হল। সবধরনের ক্রিকেট থেকে আমি অবসর ঘোষণা করছি।' ছবি: টুইটার

চাকদহ এক্সপ্রেসের এই পোস্ট আলোড়ন ফেলে দিয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। ঝুলনের অবসরের খবরে তাঁর অনুরাগীদের মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। ছবি: টুইটার