TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Sep 25, 2022 | 4:52 PM
হৃত্বিকের পর ডান্স কিংবা অ্যাকশনে সকলের নজর কেড়েছেন টাইগার শ্রফ। বর্তমানে বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যাঁর প্রতিটা ছবিতেই অ্যাকশনে থাকে বিশেষত্ব। তবে সব ক্ষেত্রে কী একই মন্ত্র কাজ করে!
নিঃসন্দেহে নয়। আর ঠিক সেই কারণেই টানটান লুক, অ্যাকশন ও স্টানিং তারা সুতারিয়া থাকা সত্ত্বেও হিরোপান্থি ২ ছবিটি বক্স অফিসে টিকলো না। রাতারাতি ফ্লপ।
তবে বাস্তবের মুখোমুখি হতে কখনও পিছপা হন না টাইগার শ্রফ। স্টার কিড হওয়ার সত্ত্বেও তাঁকে বেশ পরিশ্রম করতে হয়েছে। তিনি নিজেই এই কথা একাধিকবার বলেছেন। তবে হিরোপাথি ২ যে এভাবে মুখ থুবরে পড়বে তা তিনি বুঝতেও পারেননি।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ভক্ত টাইগারের উদ্দেশে এই ছবি ফ্লপ হওয়া নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন। পাল্টা জবাবে টাইগার শ্রফ বলেন, ছবি মুক্তির আগে পর্যন্ত তাঁর দারুণ লাগছিল। কিন্তু ছবি মুক্তির পর তিনি হতাশ।
বর্তমানে টাইগার শ্রফ বলিউডের একাধিক বড় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বড়ে মিঞা ছোটে মিঞা অন্যতম ড্রিম প্রজেক্ট, যার সঙ্গে টাইগার শ্রফ জড়িয়ে। তবে হিরোপান্থি ২ ছবির ব্যর্থতা একবাক্যে স্বীকার করে নিতে পিছপা হননি তিনি।