Tiger Woods: গল্ফ কোর্টে বাবা-ছেলে মিষ্টি মুহূর্ত, চার্লির ক্যাডি হলেন উডস

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 29, 2022 | 8:46 AM

কিংবদন্তি বাবা টাইগার উডসের পদানুসরণ ছেলে চার্লি উডসের। বয়স মাত্র ১৩। এখন থেকেই গল্ফ জগতের একজন হয়ে ওঠার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে চার্লি। অবশ্যই বাবার তত্ত্বাবধানে।

1 / 5
কিংবদন্তি বাবা টাইগার উডসের পদানুসরণ ছেলে চার্লি উডসের। বয়স মাত্র ১৩। এখন থেকেই গল্ফ জগতের একজন হয়ে ওঠার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে চার্লি। অবশ্যই বাবার তত্ত্বাবধানে। (ছবি:ইনস্টাগ্রাম)

কিংবদন্তি বাবা টাইগার উডসের পদানুসরণ ছেলে চার্লি উডসের। বয়স মাত্র ১৩। এখন থেকেই গল্ফ জগতের একজন হয়ে ওঠার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে চার্লি। অবশ্যই বাবার তত্ত্বাবধানে। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
প্রতিযোগিতায় ছেলের সঙ্গে থাকার চেষ্টা করেন উডস। ছেলে ক্যাডি হিসেবে কাজ করেন। সম্প্রতি ফ্লোরিডায় একটি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সেরা শট দেখা গিয়েছে চার্লি উডসের। (ছবি:ইনস্টাগ্রাম)

প্রতিযোগিতায় ছেলের সঙ্গে থাকার চেষ্টা করেন উডস। ছেলে ক্যাডি হিসেবে কাজ করেন। সম্প্রতি ফ্লোরিডায় একটি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সেরা শট দেখা গিয়েছে চার্লি উডসের। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
চার্লিকে উৎসাহ দেন। ভালো খেললে কোর্টের মধ্যেই জড়িয়ে ধরে অভিনন্দন জানান। বাবা ছেলের মিষ্টি মুহূর্তগুলি উপভোগ করেছেন অনুরাগীরা। (ছবি:ইনস্টাগ্রাম)

চার্লিকে উৎসাহ দেন। ভালো খেললে কোর্টের মধ্যেই জড়িয়ে ধরে অভিনন্দন জানান। বাবা ছেলের মিষ্টি মুহূর্তগুলি উপভোগ করেছেন অনুরাগীরা। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
কোর্টে বাবা কী পরামর্শ দেন। চার্লি বলেছে, "বাবা সবসময় ধৈর্য রাখতে বলে। প্রতিটি শটে ফোকাস রাখা এবং বেশি দূরের কথা না ভেবে এগিয়ে যাওয়া।" (ছবি:ইনস্টাগ্রাম)

কোর্টে বাবা কী পরামর্শ দেন। চার্লি বলেছে, "বাবা সবসময় ধৈর্য রাখতে বলে। প্রতিটি শটে ফোকাস রাখা এবং বেশি দূরের কথা না ভেবে এগিয়ে যাওয়া।" (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
গল্ফ কোর্টে চার্লির মধ্যে বাবার ম্যানারিজম এবং স্টাইল চোখে পড়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

গল্ফ কোর্টে চার্লির মধ্যে বাবার ম্যানারিজম এবং স্টাইল চোখে পড়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery