Tiger Woods: গল্ফ কোর্টে বাবা-ছেলে মিষ্টি মুহূর্ত, চার্লির ক্যাডি হলেন উডস

কিংবদন্তি বাবা টাইগার উডসের পদানুসরণ ছেলে চার্লি উডসের। বয়স মাত্র ১৩। এখন থেকেই গল্ফ জগতের একজন হয়ে ওঠার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে চার্লি। অবশ্যই বাবার তত্ত্বাবধানে।

| Edited By: তিথিমালা মাজী

Sep 29, 2022 | 8:46 AM

1 / 5
কিংবদন্তি বাবা টাইগার উডসের পদানুসরণ ছেলে চার্লি উডসের। বয়স মাত্র ১৩। এখন থেকেই গল্ফ জগতের একজন হয়ে ওঠার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে চার্লি। অবশ্যই বাবার তত্ত্বাবধানে। (ছবি:ইনস্টাগ্রাম)

কিংবদন্তি বাবা টাইগার উডসের পদানুসরণ ছেলে চার্লি উডসের। বয়স মাত্র ১৩। এখন থেকেই গল্ফ জগতের একজন হয়ে ওঠার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে চার্লি। অবশ্যই বাবার তত্ত্বাবধানে। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
প্রতিযোগিতায় ছেলের সঙ্গে থাকার চেষ্টা করেন উডস। ছেলে ক্যাডি হিসেবে কাজ করেন। সম্প্রতি ফ্লোরিডায় একটি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সেরা শট দেখা গিয়েছে চার্লি উডসের। (ছবি:ইনস্টাগ্রাম)

প্রতিযোগিতায় ছেলের সঙ্গে থাকার চেষ্টা করেন উডস। ছেলে ক্যাডি হিসেবে কাজ করেন। সম্প্রতি ফ্লোরিডায় একটি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সেরা শট দেখা গিয়েছে চার্লি উডসের। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
চার্লিকে উৎসাহ দেন। ভালো খেললে কোর্টের মধ্যেই জড়িয়ে ধরে অভিনন্দন জানান। বাবা ছেলের মিষ্টি মুহূর্তগুলি উপভোগ করেছেন অনুরাগীরা। (ছবি:ইনস্টাগ্রাম)

চার্লিকে উৎসাহ দেন। ভালো খেললে কোর্টের মধ্যেই জড়িয়ে ধরে অভিনন্দন জানান। বাবা ছেলের মিষ্টি মুহূর্তগুলি উপভোগ করেছেন অনুরাগীরা। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
কোর্টে বাবা কী পরামর্শ দেন। চার্লি বলেছে, "বাবা সবসময় ধৈর্য রাখতে বলে। প্রতিটি শটে ফোকাস রাখা এবং বেশি দূরের কথা না ভেবে এগিয়ে যাওয়া।" (ছবি:ইনস্টাগ্রাম)

কোর্টে বাবা কী পরামর্শ দেন। চার্লি বলেছে, "বাবা সবসময় ধৈর্য রাখতে বলে। প্রতিটি শটে ফোকাস রাখা এবং বেশি দূরের কথা না ভেবে এগিয়ে যাওয়া।" (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
গল্ফ কোর্টে চার্লির মধ্যে বাবার ম্যানারিজম এবং স্টাইল চোখে পড়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

গল্ফ কোর্টে চার্লির মধ্যে বাবার ম্যানারিজম এবং স্টাইল চোখে পড়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)