WhatsApp: WhatsApp কল শিডিউলও করা যায়, কীভাবে করবেন জেনে নিন

Jan 15, 2025 | 2:10 PM

WhatsApp Feature: আজকাল খুব কম মানুষই রয়েছেন, যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না। হোয়াটসঅ্যাপে নানা সুযোগ সুবিধা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ কল। অনেকে বিদেশে থাকা প্রিয়জন, বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করেন। এ বার থেকে সহজে হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে। জানেন কীভাবে?

1 / 8
আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? তা হলে আপনার একটি নতুন বৈশিষ্ট্য জানা উচিত। অনেকেই জানেন না, হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যায়।

আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? তা হলে আপনার একটি নতুন বৈশিষ্ট্য জানা উচিত। অনেকেই জানেন না, হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যায়।

2 / 8
আজকাল খুব কম মানুষই রয়েছেন, যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না। হোয়াটসঅ্যাপে নানা সুযোগ সুবিধা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ কল।

আজকাল খুব কম মানুষই রয়েছেন, যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না। হোয়াটসঅ্যাপে নানা সুযোগ সুবিধা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ কল।

3 / 8
অনেকে বিদেশে থাকা প্রিয়জন, বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করেন। এ বার থেকে সহজে হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে।

অনেকে বিদেশে থাকা প্রিয়জন, বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করেন। এ বার থেকে সহজে হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে।

4 / 8
কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই হোয়াটসঅ্যাপ কল এ বার থেকে শিডিউল করা যাবে। কয়েকটি ছোট্ট উপায় মানলেই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে সহজে।

কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই হোয়াটসঅ্যাপ কল এ বার থেকে শিডিউল করা যাবে। কয়েকটি ছোট্ট উপায় মানলেই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে সহজে।

5 / 8
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে 'Calls' সেকশনে ক্লিক করতে হবে। এরপর 'Create New Call Link'-এ ক্লিক করতে হবে। এর দ্বারা একটি unique link পাওয়া যাবে।

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে 'Calls' সেকশনে ক্লিক করতে হবে। এরপর 'Create New Call Link'-এ ক্লিক করতে হবে। এর দ্বারা একটি unique link পাওয়া যাবে।

6 / 8
সেই unique call link পাওয়ার পর কলের ধরন কী হবে, ভিডিয়ো কল নাকি ভয়েস কল, সেটি নির্বাচন করতে হবে। তা নির্বাচন করার পর এই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার প্রক্রিয়া শেষের পথে এগোবে।

সেই unique call link পাওয়ার পর কলের ধরন কী হবে, ভিডিয়ো কল নাকি ভয়েস কল, সেটি নির্বাচন করতে হবে। তা নির্বাচন করার পর এই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার প্রক্রিয়া শেষের পথে এগোবে।

7 / 8
হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার জন্য সবচেয়ে শেষে কী করতে হবে? যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কল করতে চান, তাঁকে সেই unique call link টি পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার জন্য সবচেয়ে শেষে কী করতে হবে? যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কল করতে চান, তাঁকে সেই unique call link টি পাঠিয়ে দিন।

8 / 8
হোয়াটসঅ্যাপে গ্রুপ কল শিডিউল করতে চাইলে গ্রুপে যাওয়ার পর মেসেজ বারের নীচে বামদিকে একটি প্লাস আইকন দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে। ডানদিকে ফটো, ক্যামেরা সহ একাধিক অপশন পাওয়া যাবে। সেখান থেকে ইভেন্টে ক্লিক করতে হবে। ইভেন্টের নাম লিখতে হবে। সময় সেট করতে হবে। শেষে unique call link টি গ্রুপে পাঠাতে হবে।

হোয়াটসঅ্যাপে গ্রুপ কল শিডিউল করতে চাইলে গ্রুপে যাওয়ার পর মেসেজ বারের নীচে বামদিকে একটি প্লাস আইকন দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে। ডানদিকে ফটো, ক্যামেরা সহ একাধিক অপশন পাওয়া যাবে। সেখান থেকে ইভেন্টে ক্লিক করতে হবে। ইভেন্টের নাম লিখতে হবে। সময় সেট করতে হবে। শেষে unique call link টি গ্রুপে পাঠাতে হবে।

Next Photo Gallery