Leather Accessories: চামড়ার জিনিস দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে কয়েকটা টিপস মেনে চলতে হবে, সবিস্তারে জেনে নিন…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Dec 06, 2021 | 11:16 AM
শৌখিন মানুষরা চামড়ার তৈরি জিনিসপত্র বেশি ব্যবহার করেন। তাছাড়া দিন দিন চামড়ার ব্যবহার বাড়ছে। নিয়ম মেনে চামড়ার জিনিস ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। জেনে নিন যেসব নিয়ম মানলে চামড়ার ব্যাগ-জুতা দীর্ঘদিন ব্যবহার করা যাবে।
1 / 6
প্রযুক্তির কল্যাণে বিভিন্ন ফেব্রিরিকের ব্যাগ, জুতা বাজারে এলেও চামড়ার জিনিসের ব্যবহার কমেনি। ফ্যাশন মানুষ সচেতন তাদের সংগ্রহে একটা চামড়া বা লেদারের ব্যাগ, বেল্ট, ওয়ালেট, জুতা রাখেন। চামড়ার জিনিস মানেই তার দামও বেশি। কিন্তু এই শখের শৌখিন জিনিসটি যত্ন করার বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে। না হলে চামড়ার জিনিস দ্রুত নষ্ট হয়ে যায়।
2 / 6
চামড়ার জিনিস সব সময়ে একটি নির্দিষ্ট বাক্সে রাখুন। তবে দুই সপ্তাহ অন্তর বাক্স থেকে বের করে খোলা জায়গায় রাখুন। এতে জিনিসটি ভাল থাকবে।
3 / 6
লেদারের জিনিস কখনো ভাঁজ করবেন না। এতে জিনিসটির উপরে স্থায়ী দাগ পড়ে যাবে। এছাড়া লেদারের ব্যাগ হলে তা ফাঁকা না রেখে খবরের কাগজ বা বাবল র্যাপ ভরে রাখুন। এতে ব্যাগের শেপ কখনোই নষ্ট হবে না।
4 / 6
অনেকে চামড়ার জিনিসকে পরিস্কার ও চকচকে দেখানোর জন্য তেল বা কন্ডিশনার ব্যবহার করেন। কিন্তু এতে ব্যাগের রংয়ের ক্ষতি হয়। বাজারে লেদার প্রোডাক্টে উজ্জ্বলতা ফেরাতে নির্দিষ্ট কন্ডিশনার পাওয়া যায়। সেটাই ব্যবহার করুন।
5 / 6
এ ছাড়া লেদারের জিনিস পরিষ্কার করারও আলাদা ক্লিনার পাওয়া যায় বাজারে। ক্লিনারটি দিয়ে পরিষ্কার করার পরে হালকা ভিজে তুলা দিয়ে মুছতে থাকুন। দেখবেন যাতে চামড়ার গায়ে কোনোভাবে সাবান না লেগে থাকে। বছরে ২-৩ বার এইভাবে পরিষ্কার করুন।
6 / 6
বৃষ্টিতে কখনো লেদারের ব্যাগ জুতো ইত্যাদি ব্যবহার করবেন না। এতে লেদারের ক্ষতি হয়। কখনো পানি লাগলে তা সঙ্গে সঙ্গে ঝেড়ে মুছে শুকিয়ে নিন।