Clothes Maintenance: জামা কাপড়কে অনেকদিন ধরে একইরকম রাখার জন্য এই টিপসগুলো মেনে চলুন…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Dec 29, 2021 | 12:13 PM
জামা-কাপড় যত্ন সহকারে ব্যবহার না করলে খুব বেশিদিন টেকানো যায় না। জামা-কাপড় পরি অনেকেই জানি না সঠিকভাবে জামা-কাপড়ের যত্ন নিতে। এবার জেনে নিই দীর্ঘদিন জামা-কাপড় যাতে টিকে থাকে সেই টিপসগুলো।
1 / 6
অনেক জামা-কাপড়ই কাচার পরে সঙ্গে সঙ্গে নিঙড়ানো উচিত না। এতে কাপড়ের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ জল ঝরানোর পরে তা টান টান করে দড়িতে মেলে দিলেই ভাল।
2 / 6
জামা-কাপড় ইস্ত্রির সময়ে খেয়াল রাখুন যাতে ইস্ত্রির তাপমাত্রা খুব বেশি না হয়। এতে জামা-কাপড়ের সেলাই পুড়ে যেতে পারে।
3 / 6
অনেক সময়ে ব্রাশ দিয়ে জামা-কাপড় পরিষ্কার করার সময়ে অতিরিক্ত বলপ্রয়োগে কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্রাশের বদলে হাতে কাপড় কাচাই শ্রেয়।
4 / 6
আপনার জামা-কাপড় একটি টপ লোড ওয়াশিং মেশিনে কাচাকাচি করতে পারেন। এতে অত্যন্ত যত্ন সহকারে জামা-কাপড় পরিষ্কার করা যাবে।
5 / 6
জামা-কাপড় কাচার পরে ঠিকমতো ইস্ত্রি না করলে সেগুলোর মসৃণতা কমে যায়। অর্থাৎ, নতুন অবস্থায় জামা-কাপড় যত মসৃণ থাকে, ঠিক মতো যত্ন না নেওয়ার ফলে মসৃণতা তাড়াতাড়ি হ্রাস পায়।
6 / 6
ডিটারজেন্ট ব্যবহার করলে অনেক সময়ে কাপড়ে রুক্ষতা চলে আসে। তাই শ্যাম্পু দিয়ে জামা পরিস্কার করুন। এতে সুগন্ধও যেমন বেরবে, সেরকম জামাকাপড় চট করে রুক্ষও হবে না।