TMC Celebration: ওজন ৬৫ কিলো! জয়ের পর সন্ধ্যায় নেতার বাড়িতে অনুগামীরা পাঠালেন ‘বিশেষ উপহার’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 04, 2022 | 8:31 AM

TMC Celebration: পুরনির্বাচনের পর অভিনব সেলিব্রেশনে জমজমাট জলপাইগুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড।

1 / 5
৬৫ কিলোর লাড্ডু এনে প্রিয় নেতাকে সারপ্রাইজ। এরপর সেই লাড্ডু কেটে উইনিং সেলিব্রেশন! পুরনির্বাচনের পর অভিনব সেলিব্রেশনে জমজমাট জলপাইগুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড।

৬৫ কিলোর লাড্ডু এনে প্রিয় নেতাকে সারপ্রাইজ। এরপর সেই লাড্ডু কেটে উইনিং সেলিব্রেশন! পুরনির্বাচনের পর অভিনব সেলিব্রেশনে জমজমাট জলপাইগুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড।

2 / 5
কেক নয় লাড্ডু। এবার লাড্ডু কেটে উইনিং সেলিব্রেশন করল জলপাইগুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী তথা জলপাইগুড়ি পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারপার্সন সন্দীপ মাহাতো। এই ঘটনায় হইচই পড়ে গেছে জলপাইগুড়িতে।

কেক নয় লাড্ডু। এবার লাড্ডু কেটে উইনিং সেলিব্রেশন করল জলপাইগুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী তথা জলপাইগুড়ি পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারপার্সন সন্দীপ মাহাতো। এই ঘটনায় হইচই পড়ে গেছে জলপাইগুড়িতে।

3 / 5

বুধবার  এক হাজারের বেশি ভোটে বিজয়ী হন সন্দীপ মাহাতো। আর এই উপলক্ষে তার অনুগামীরা ঠিক করেছিলেন, তাঁদের প্রিয় নেতাকে সারপ্রাইজ দেবে।

বুধবার এক হাজারের বেশি ভোটে বিজয়ী হন সন্দীপ মাহাতো। আর এই উপলক্ষে তার অনুগামীরা ঠিক করেছিলেন, তাঁদের প্রিয় নেতাকে সারপ্রাইজ দেবে।

4 / 5
অনুগামীরা স্থানীয় মিষ্টির দোকানে ৬৫ কিলো ওজনের লাড্ডুর অর্ডার দেন। সন্ধ্যায় নেতার বাসভবনেই হাজির লাড্ডু। ঘিয়ে ভাজা ৬৫ কিলো ওজনের মোতিচুরের লাড্ডু নিয়ে তাঁর বাসভবনে হাজির হন অনুগামীরা। এরপর সেই লাড্ডু কেটে মিষ্টিমুখ করে জমজমাট বিজয়োল্লাস হয়।

অনুগামীরা স্থানীয় মিষ্টির দোকানে ৬৫ কিলো ওজনের লাড্ডুর অর্ডার দেন। সন্ধ্যায় নেতার বাসভবনেই হাজির লাড্ডু। ঘিয়ে ভাজা ৬৫ কিলো ওজনের মোতিচুরের লাড্ডু নিয়ে তাঁর বাসভবনে হাজির হন অনুগামীরা। এরপর সেই লাড্ডু কেটে মিষ্টিমুখ করে জমজমাট বিজয়োল্লাস হয়।

5 / 5
অনুগামীদের আনুগত্যে আপ্লুত নেতা সন্দীপ মাহাতো। তিনি বলেন, "আমি কিছুই জানতাম না। ওরা আমাকে চমকে দিয়েছে। অভিনব আয়োজনে আমি খুবই আনন্দিত। দায়িত্ব আরও বেড়ে গেল।"

অনুগামীদের আনুগত্যে আপ্লুত নেতা সন্দীপ মাহাতো। তিনি বলেন, "আমি কিছুই জানতাম না। ওরা আমাকে চমকে দিয়েছে। অভিনব আয়োজনে আমি খুবই আনন্দিত। দায়িত্ব আরও বেড়ে গেল।"

Next Photo Gallery