
বাবা রমেশ তেন্ডুলকর সচিন দেব বর্মণের ভক্ত, সেই অনুরাগ থেকেই ছোট ছেলের নাম রাখেন সচিন। ১৯৮৭ সালে ওয়াংখেড়েতে বিশ্বকাপের একটি ম্যাচে সচিন বল বয় হিসেবে অংশ নিয়েছিলেন। ১৯৮৭ সালে ফাস্ট বোলারদের অডিশনে সচিনকে বাদ দিয়েছিলেন ডেনিস লিলি।

১৯৮৮ সালে একটি প্র্যাক্টিস ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেছিলেন সচিন। রঞ্জি, দলীপ ও ইরানি ট্রফির অভিষেকে পরপর শতরানের মালিক। মাত্র ১৬ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয় সচিনের।

পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ম্যাচে সুনীল গাওস্করের উপহার দেওয়া প্যাড পরে খেলেছিলেন সচিন তেন্ডুলকর। ভারতের একমাত্র ক্রিকেটার যিনি রাজ্যসভার সাংসদ।

শ্রীকান্ত, শাস্ত্রী, জাদেজা, আজহারউদ্দিন, সৌরভ, কুম্বলে, ধোনি ও সেওয়াগ, ৮ অধিনায়কত্বে খেলা একমাত্র ক্রিকেটার সচিন। এবং ১০০টি শতরানের একমাত্র মালিক সচিন।

৬৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ১০০ আন্তর্জাতিক শতরান, ২০১ আন্তর্জাতিক উইকেটের মালিক হলেন সচিন তেন্ডুলকর।