দক্ষিণ আফ্রিকিরা বিরুদ্ধে ২০১৮ সালে নেদারল্যান্ডসে ভারতের জার্সিতে টেস্ট অভিষেক হয়েছিল জশপ্রীত বুমরার (Jasprit Bumrah)। এখনও পর্যন্ত তিনি ২৪টি টেস্টে ১০১টি উইকেট নিয়েছেন বুমরা।
আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে বুমরার অভিষেক ২০১৬ সালে। একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত তিনি ৬৭টি ম্যাচে ১০৮টি উইকেট পেয়েছেন।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি ক্রিকেট বুমরার অভিষেক হয়। তিনি ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫৪টি টি-২০ ম্যাচে খেলেছেন। এই ফর্ম্যাটে উইকেট প্রাপ্তি ৬৬টি।
জশপ্রীত বুমরা প্রথম এশিয়ান বোলার, যিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এক ক্যালেন্ডার বর্ষে এক ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন।
২০১৩ সাল থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০৬টি ম্যাচে খেলে ১৩০টি উইকেট সংগ্রহ করেছেন বুমরা।