
রণবীর সিংয়ের জন্মদিন আজ। ৩৭-এ পা দিচ্ছেন বাজিরাও। তিনি নিজের একটি সেলফি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। জানা গিয়েছে বিশেষ এই দিনটি তিনি তাঁর স্ত্রী দীপিকা পাডুকোণকে নিয়ে হাওয়াই দ্বীপে কাটাচ্ছেন। তার মাঝেই জানা গেল দীপিকার প্রাক্তন রণবীর কাপুরের জন্যই আজ রণবীরের কেরিয়ার গ্রাফ উপরে উঠেছে। কারণ রণবীরের বেশ কয়েকটি ছবির প্রস্তাব প্রথমে কাপুরের কাছে গিয়েছিল। কিন্তু তিনি না করায় সেগুলো যায় তাঁর কাছে। সেই ছবিগুলো রণবীরের কেরিয়ারে একটা অন্যমাত্রা দিয়েছে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দীপিকার প্রাক্তন বর্তমানের জীবনে জায়গা করে নিয়েছে।

রণবীর সিংয়ের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’ প্রস্তাব ছিল রণবীর কাপুরের কাছেই। কিন্তু তাঁর স্ক্রিপ্ট পড়ে তেমন পছন্দ না হওয়ায় না বলে দেন। তারপর রণবীরের কাছে যায় চরিত্রটি। আর সেই ছবি কতটা হিট ছিল না বললেও চলবে।

জোয়া আখতার প্রথমে রণবীর কাপুরকেই প্রস্তাব দেন ‘দিল ধড়কনে দো’ ছবিতে। কিন্তু সম্ভবত মাল্টিকাস্টিংয়ের কারণে রাজি হননি তিনি। আর রণবীর সিং সেই চরিত্রে অভিনয় করে সকলের মধ্যে থেকে নজর তাঁর দিকেই টেনে নেন নিজের অভিনয়গুণে।

আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিলেন রণবীর কাপুর ‘বেফিকরে’ ছবির জন্য। তিনি চেয়েছিলেন তাঁর পরিচালনায় কাপুরকে নিয়ে কাজ করতে। কিন্তু কাপুর তাঁক হতাশ করলেও রণবীর সিং করেননি। তাই বাণী কাপুরের বিপরীতে ছবিতে তিনি বেফিকরে নায়ক। যাঁর পর্দায় চুমু খাওয়া দেখে ইমরান হাসমির সঙ্গে তুলনা হয়েছিল।

জোয়া আখতারের আর একটি ছবি ‘গলি বয়’-এর গল্প নিয়েও খুব আশাবাদী না হয়ে ছেড়ে দেন রণবীর কাপুর। কিন্তু সিং বুঝেছিলেন ছবির গল্প দম রয়েছে। আর তিনি সিদ্ধান্ত নিতে ভুল করেননি। ছবির বক্স অফিসও তাই-ই বলছে কতটা ঠিক ছিলেন দীপিকার স্বামী।

আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিলেন রণবীর কাপুর ‘বেফিকরে’ ছবির জন্য। তিনি চেয়েছিলেন তাঁর পরিচালনায় কাপুরকে নিয়ে কাজ করতে। কিন্তু কাপুর তাঁক হতাশ করলেও রণবীর সিং করেননি। তাই বাণী কাপুরের বিপরীতে ছবিতে তিনি বেফিকরে নায়ক। যাঁর পর্দায় চুমু খাওয়া দেখে ইমরান হাসমির সঙ্গে তুলনা হয়েছিল।