Virender Sehwag’s Birthday: ৪৩ এ পা দিলেন বীরেন্দ্র সেওয়াগ
আজ ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) জন্মদিন (Birthday)। ৪৩-এ পা দিলেন নজফগড়ের নবাব। ভারতীয় ক্রিকেটে আগ্রাসী ব্যাটারদের তালিকায় সযত্নে নিজের নাম খোদাই করে রেখেছেন বীরু। ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ১৯টি টি-২০, এবং ২৫১টি ওয়ান ডে খেলেছেন সেওয়াগ। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ৮৫৮৬ রান। ওয়ান ডে ক্রিকেটে তাঁর নামের পাশে ৮২৭৩ রান। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে (টি-২০) বীরুর সংগ্রহ ৩৯৪ রান।