Tokyo 2020: অলিম্পিক ইতিহাসে এই প্রথম! পুরনো মোবাইল দিয়ে পদক গড়ে নজির গড়ল জাপান

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 30, 2021 | 11:11 PM

অলিম্পিক ইতিহাসে এই প্রথম কোনও রিসাইক্লিং ধাতব বস্তু দিয়ে পদক তৈরি করা হয়েছে। আর সেই কাজে সাধারণ মানুষও একই সঙ্গে যুক্ত ছিলেন।

1 / 6
এমন সাংঘাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর অলিম্পিক গেমসের পদক তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে ইলেকট্রনিক বর্জ্যকেই। এই ফেলে দেওয়া সব ডিভাইসগুলিকে একত্র করে পুনর্ব্যবহারের জন্য প্রচেষ্টা চালিয়েছে টোকিয়ো। এবং তা করতে সক্ষম হয়েছে।

এমন সাংঘাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর অলিম্পিক গেমসের পদক তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে ইলেকট্রনিক বর্জ্যকেই। এই ফেলে দেওয়া সব ডিভাইসগুলিকে একত্র করে পুনর্ব্যবহারের জন্য প্রচেষ্টা চালিয়েছে টোকিয়ো। এবং তা করতে সক্ষম হয়েছে।

2 / 6
টানা ২ বছর ধরে ফেলে দেওয়া ছোট ছোট ডিভাইস সংগ্রহ করে টোকিয়ো ২০২০ পদক তৈরির কাজ করেছে এই উন্নত দেশ। তাই এর জন্য জনসাধারণের ব্যবহার করা ও বাতিল হয়ে যাওয়া ইলেকট্রনিক ডিভাইস দান করার আহ্বান জানানো হয়েছিল।

টানা ২ বছর ধরে ফেলে দেওয়া ছোট ছোট ডিভাইস সংগ্রহ করে টোকিয়ো ২০২০ পদক তৈরির কাজ করেছে এই উন্নত দেশ। তাই এর জন্য জনসাধারণের ব্যবহার করা ও বাতিল হয়ে যাওয়া ইলেকট্রনিক ডিভাইস দান করার আহ্বান জানানো হয়েছিল।

3 / 6
কেন্দ্রীয় সরকার, মিউনিসিপ্যালিটি, সংস্থা, স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলির সাহায্য জাপানের প্রায় ৯০ শতাংশ শহর, গ্রাম, মফঃসলগুলি এই অসাধারণ ও অভিনব উদ্যোগের সঙ্গে যুক্ত হতে সক্ষম হয়েছিল। দেশের প্রতিটি কোণা থেকে সাধারণ মানুষ তাঁদের ইলেকট্রনিক ডিভাইস দান করেছিলেন।

কেন্দ্রীয় সরকার, মিউনিসিপ্যালিটি, সংস্থা, স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলির সাহায্য জাপানের প্রায় ৯০ শতাংশ শহর, গ্রাম, মফঃসলগুলি এই অসাধারণ ও অভিনব উদ্যোগের সঙ্গে যুক্ত হতে সক্ষম হয়েছিল। দেশের প্রতিটি কোণা থেকে সাধারণ মানুষ তাঁদের ইলেকট্রনিক ডিভাইস দান করেছিলেন।

4 / 6
স্মেল্টিং প্রসেসের মাধ্যমে ডিভাইসগুলি আলাদা করে সোনা, রূপো ও ব্রোঞ্জের পদকগুলির জন্য উপকরণ হিসেবে বেছে নেওয়া হয়েছিল, পরে তা ধাতব রূপ দিয়ে ও অলিম্পিকের বিখ্যাত ও প্রচলিত নকসা এঁকে তা তৈরি করা হয়েছে।

স্মেল্টিং প্রসেসের মাধ্যমে ডিভাইসগুলি আলাদা করে সোনা, রূপো ও ব্রোঞ্জের পদকগুলির জন্য উপকরণ হিসেবে বেছে নেওয়া হয়েছিল, পরে তা ধাতব রূপ দিয়ে ও অলিম্পিকের বিখ্যাত ও প্রচলিত নকসা এঁকে তা তৈরি করা হয়েছে।

5 / 6
কমপক্ষে ৮০ টন ছোট ইলেকট্রনিক ডিভাইস থেকে ৭০ পাউন্ড সোনা, ৭,৭০০ পাউন্ড রূপো ও ৪,৮৫০ পাউন্ড ব্রোঞ্চ ওই রিসাইক্লিং ক্যাম্পেনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল।

কমপক্ষে ৮০ টন ছোট ইলেকট্রনিক ডিভাইস থেকে ৭০ পাউন্ড সোনা, ৭,৭০০ পাউন্ড রূপো ও ৪,৮৫০ পাউন্ড ব্রোঞ্চ ওই রিসাইক্লিং ক্যাম্পেনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল।

6 / 6
টোকিয়ো গেমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, অলিম্পিক ইতিহাসে এই প্রথম কোনও রিসাইক্লিং ধাতব বস্তু দিয়ে পদক তৈরি করা হয়েছে। আর সেই কাজে সাধারণ মানুষও একই সঙ্গে যুক্ত ছিলেন।

টোকিয়ো গেমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, অলিম্পিক ইতিহাসে এই প্রথম কোনও রিসাইক্লিং ধাতব বস্তু দিয়ে পদক তৈরি করা হয়েছে। আর সেই কাজে সাধারণ মানুষও একই সঙ্গে যুক্ত ছিলেন।

Next Photo Gallery