Shooting World Cup: ঐশ্বর্য প্রতাপের হাত ধরে শুটিং বিশ্বকাপ ফের সোনা ভারতের ঝুলিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 16, 2022 | 10:24 AM

দক্ষিণ কোরিয়ার চ্যাঙওয়ানে চলতি শুটিং বিশ্বকাপে ফের সোনা জুটল ভারতের কপালে। মধ্যপ্রদেশের ২১ বছরের ছেলে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার ভারতকে শুটিং বিশ্বকাপের মঞ্চ থেকে সোনা এনে দিলেন। ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে হাঙ্গেরির জালান পেকলারকে হারিয়ে সোনা জিতেছেন ঐশ্বর্য।

1 / 5
দক্ষিণ কোরিয়ার চ্যাঙওয়ানে চলতি শুটিং বিশ্বকাপে ফের সোনা জুটল ভারতের কপালে। মধ্যপ্রদেশের ২১ বছরের ছেলে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার (Aishwary Pratap Singh Tomar) ভারতকে শুটিং বিশ্বকাপের মঞ্চ থেকে সোনা এনে দিলেন। (ছবি-সাই মিডিয়া টুইটার)

দক্ষিণ কোরিয়ার চ্যাঙওয়ানে চলতি শুটিং বিশ্বকাপে ফের সোনা জুটল ভারতের কপালে। মধ্যপ্রদেশের ২১ বছরের ছেলে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার (Aishwary Pratap Singh Tomar) ভারতকে শুটিং বিশ্বকাপের মঞ্চ থেকে সোনা এনে দিলেন। (ছবি-সাই মিডিয়া টুইটার)

2 / 5
দক্ষিণ কোরিয়ায় চলতি শুটিং বিশ্বকাপে ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে হাঙ্গেরির জালান পেকলারকে ১৬-১২ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন ভারতীয় শুটার ঐশ্বর্য। (ছবি-সাই মিডিয়া টুইটার)

দক্ষিণ কোরিয়ায় চলতি শুটিং বিশ্বকাপে ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে হাঙ্গেরির জালান পেকলারকে ১৬-১২ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন ভারতীয় শুটার ঐশ্বর্য। (ছবি-সাই মিডিয়া টুইটার)

3 / 5
যোগ্যতা অর্জন পর্বেও তিনি সর্বোচ্চ স্কোর করেছিলেন। ৫৯৩ পয়েন্ট নিয়ে এ বারের শুটিং বিশ্বকাপে ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে শেষ করেছিলেন ঐশ্বর্য। (ছবি-টুইটার)

যোগ্যতা অর্জন পর্বেও তিনি সর্বোচ্চ স্কোর করেছিলেন। ৫৯৩ পয়েন্ট নিয়ে এ বারের শুটিং বিশ্বকাপে ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে শেষ করেছিলেন ঐশ্বর্য। (ছবি-টুইটার)

4 / 5
আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ফাইনালে ৪০৯.৮ পয়েন্ট নিয়ে শেষ করেন মধ্যপ্রদেশের ছেলে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার। (ছবি- টুইটার)

আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ফাইনালে ৪০৯.৮ পয়েন্ট নিয়ে শেষ করেন মধ্যপ্রদেশের ছেলে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার। (ছবি- টুইটার)

5 / 5
শুটিং বিশ্বকাপে ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ৪০৯.৮ পয়েন্ট অর্জন করে সোনা জিতেছেন ঐশ্বর্য। ওই ইভেন্টে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে হাঙ্গেরির জালান পেকলার (৪০৬.৭ পয়েন্ট) ও ইস্তভান পেনি (৪০৬.৪ পয়েন্ট)। (ছবি-সাই মিডিয়া টুইটার)

শুটিং বিশ্বকাপে ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ৪০৯.৮ পয়েন্ট অর্জন করে সোনা জিতেছেন ঐশ্বর্য। ওই ইভেন্টে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে হাঙ্গেরির জালান পেকলার (৪০৬.৭ পয়েন্ট) ও ইস্তভান পেনি (৪০৬.৪ পয়েন্ট)। (ছবি-সাই মিডিয়া টুইটার)

Next Photo Gallery