Shooting World Cup: ঐশ্বর্য প্রতাপের হাত ধরে শুটিং বিশ্বকাপ ফের সোনা ভারতের ঝুলিতে
দক্ষিণ কোরিয়ার চ্যাঙওয়ানে চলতি শুটিং বিশ্বকাপে ফের সোনা জুটল ভারতের কপালে। মধ্যপ্রদেশের ২১ বছরের ছেলে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার ভারতকে শুটিং বিশ্বকাপের মঞ্চ থেকে সোনা এনে দিলেন। ছেলেদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে হাঙ্গেরির জালান পেকলারকে হারিয়ে সোনা জিতেছেন ঐশ্বর্য।