Anshu Bach: ‘বন্ধন’ থেকে ‘জতুগৃহ’, টলিউডের জনপ্রিয় শিশু শিল্পী এখন ভাল কাজের অপেক্ষায়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 03, 2022 | 8:45 AM

Tollywood: একের পর এক ভাল ছবি করে সকলের নজর কেড়েছিলেন এই শিশু শিল্পী। যার ফলে আজও জিৎ-কোয়েলের ছেলে বা বন্ধন ছবির শিশু শিল্পী হিসেবেই তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন।

1 / 5
 টলিউডের পরিচিত মুখ অংশু। একের পর এক ভাল ছবি করে সকলের নজর কেড়েছিলেন এই শিশু শিল্পী। যার ফলে আজও জিৎ-কোয়েলের ছেলে বা বন্ধন ছবির শিশু শিল্পী হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত।

টলিউডের পরিচিত মুখ অংশু। একের পর এক ভাল ছবি করে সকলের নজর কেড়েছিলেন এই শিশু শিল্পী। যার ফলে আজও জিৎ-কোয়েলের ছেলে বা বন্ধন ছবির শিশু শিল্পী হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত।

2 / 5
নাম অংশু বাচ, বাঘা বাঘা সেলেবদের সঙ্গে নজর কাড়া অভিনয় করে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে একটা সময়ের পর কেরিয়ারে ৬ বছরের বিরতি। টিভি ৯ বাংলাকে অংশ জানায়, পড়াশুনার জন্যই এই বিরতি।

নাম অংশু বাচ, বাঘা বাঘা সেলেবদের সঙ্গে নজর কাড়া অভিনয় করে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে একটা সময়ের পর কেরিয়ারে ৬ বছরের বিরতি। টিভি ৯ বাংলাকে অংশ জানায়, পড়াশুনার জন্যই এই বিরতি।

3 / 5
তারপর বেশ কিছু ছোট বড় কাজ করেছে অংশু। রয়েছে শর্ট ফিল্মও। বাংলা ধারাবাহিক কে আপন কে পর-এ অরিত্রর চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর জতুগৃহ ছবি।

তারপর বেশ কিছু ছোট বড় কাজ করেছে অংশু। রয়েছে শর্ট ফিল্মও। বাংলা ধারাবাহিক কে আপন কে পর-এ অরিত্রর চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর জতুগৃহ ছবি।

4 / 5
বাংলা ছবির দুনিয়ায় কাজ আছে বহু, অংশুর কথায়, কম বেশি মিলিয়ে মিশিয়ে সকলেই কাজ পাচ্ছে। যে যেমনটা জানে পারে, নিজের মতো করে করছে। কাজের কথা হয়ে রয়েছে অনেক, কিন্তু সেভাবে ফাইনাল এখনও কিছু হয়নি আগামী প্রজেক্ট।

বাংলা ছবির দুনিয়ায় কাজ আছে বহু, অংশুর কথায়, কম বেশি মিলিয়ে মিশিয়ে সকলেই কাজ পাচ্ছে। যে যেমনটা জানে পারে, নিজের মতো করে করছে। কাজের কথা হয়ে রয়েছে অনেক, কিন্তু সেভাবে ফাইনাল এখনও কিছু হয়নি আগামী প্রজেক্ট।

5 / 5
আর যেগুলো হয়েছে, সেগুলো এখন বলা যাবে না বলেই জানায় সে। অভিনয়টা ভালবেসেই টলিউডের মাটি কামড়ে এখন পড়ে রয়েছে অংশু। চেষ্টা করছে সব ধরনের চরিত্রেই অভিনয় করার। ওটিটি থেকে শুরু করে ছোটপর্দা-বড়পর্দা, সব ক্ষেত্রেই তিনি কাজ করতে ইচ্ছুক।

আর যেগুলো হয়েছে, সেগুলো এখন বলা যাবে না বলেই জানায় সে। অভিনয়টা ভালবেসেই টলিউডের মাটি কামড়ে এখন পড়ে রয়েছে অংশু। চেষ্টা করছে সব ধরনের চরিত্রেই অভিনয় করার। ওটিটি থেকে শুরু করে ছোটপর্দা-বড়পর্দা, সব ক্ষেত্রেই তিনি কাজ করতে ইচ্ছুক।

Next Photo Gallery