Tollywood Heroines Bikini: বোল্ড ইমেজে নেই আপত্তি, টালিগঞ্জের এই নায়িকারা ভেঙেছেন মিথ

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Aug 01, 2022 | 5:52 PM

Tollywood Heroines Bikini: বলিউডের নায়িকারাই নন, টালিগঞ্জের বেশ কয়েকজন নায়িকারা তাঁদের বিকিনি লুকে ঝড় তুলছেন অনুরাগীদের হৃদয়ে।

1 / 7
সোহিনী সরকার প্রায়ই নানা ধরনের পোশাকে নিজের সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেন। সেখানে বাঙালিয়ানা শাড়ি যেমন রয়েছে, তেমনই বোল্ড বিকিনিতে তিনি সমান সাবলীল।

সোহিনী সরকার প্রায়ই নানা ধরনের পোশাকে নিজের সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেন। সেখানে বাঙালিয়ানা শাড়ি যেমন রয়েছে, তেমনই বোল্ড বিকিনিতে তিনি সমান সাবলীল।

2 / 7
মধুমিতা সরকার টেলিভিশন থেকে শুরু করেছিলেন কেরিয়ার। সেখান থেকে সিনেমায় পা রাখা। ঘরোয়া বউমা থেকে  প্রথম ছবিতেই তিনি বোল্ড লুকে ধরা দিয়েছেন। যা থেকে দর্শক থেকে অনুরাগী সকলেই গিয়েছিলেন চমকে।

মধুমিতা সরকার টেলিভিশন থেকে শুরু করেছিলেন কেরিয়ার। সেখান থেকে সিনেমায় পা রাখা। ঘরোয়া বউমা থেকে প্রথম ছবিতেই তিনি বোল্ড লুকে ধরা দিয়েছেন। যা থেকে দর্শক থেকে অনুরাগী সকলেই গিয়েছিলেন চমকে।

3 / 7
রাইমা সেনের মধ্যে তাঁর দিদিমা সুচিত্রা সেনের ছায়া দেখতে পান অনেকেই। তাঁর দিদিমা বাংলা ছবিতে বিকিনি পরার সাহস দেখিয়েছিলেন তাঁর সময়ে। রাইমাও এখন পিছিয়ে থাকবেন ভাবার কোনও কারণ নেই। তিনিও তাঁর কখনও বিকিনি বা কখনও বোল্ড লুকের ছবি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। যা ভাইরাল হতে সময় নেয় না।

রাইমা সেনের মধ্যে তাঁর দিদিমা সুচিত্রা সেনের ছায়া দেখতে পান অনেকেই। তাঁর দিদিমা বাংলা ছবিতে বিকিনি পরার সাহস দেখিয়েছিলেন তাঁর সময়ে। রাইমাও এখন পিছিয়ে থাকবেন ভাবার কোনও কারণ নেই। তিনিও তাঁর কখনও বিকিনি বা কখনও বোল্ড লুকের ছবি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। যা ভাইরাল হতে সময় নেয় না।

4 / 7
মিমি চক্রবর্তীর শুরুও টেলিভিশন দিয়ে। পাশের বাড়ির মেয়ে থেকে তিনি এখন সেক্সি লুকে সোশ্যাল মিডিয়াতে কাঁপাচ্ছেন। সাংসদ হওয়ার জন্য এই নিয়ে অনেকবার ট্রোলডও হতে হয়েছে তাঁকে। কিন্তু তিনি এই নিয়ে বিশেষ ভাবিত নন।

মিমি চক্রবর্তীর শুরুও টেলিভিশন দিয়ে। পাশের বাড়ির মেয়ে থেকে তিনি এখন সেক্সি লুকে সোশ্যাল মিডিয়াতে কাঁপাচ্ছেন। সাংসদ হওয়ার জন্য এই নিয়ে অনেকবার ট্রোলডও হতে হয়েছে তাঁকে। কিন্তু তিনি এই নিয়ে বিশেষ ভাবিত নন।

5 / 7
একই অবস্থা নুসরত জাহানের। সাংসদ হওয়ার পর তিনি বোল্ড বিকিনি লুকে ছবি পোস্ট করলেই ট্রোলড হন। কিন্তু নিজেকে মেলে ধরতে তিনি এই সব কিছুকে পাত্তা দেন না।

একই অবস্থা নুসরত জাহানের। সাংসদ হওয়ার পর তিনি বোল্ড বিকিনি লুকে ছবি পোস্ট করলেই ট্রোলড হন। কিন্তু নিজেকে মেলে ধরতে তিনি এই সব কিছুকে পাত্তা দেন না।

6 / 7
শুভশ্রীও প্রথম ছবি থেকেই নিজেকে বোল্ড লুকে মেলে ধরতে কখনও ভয় পাননি। একদিকে অন্য রকম চরিত্রে যেমন তিনি অভিনয় করেন, আবার একেবারে কমার্শিয়াল ছবিতে তিনি বিকিন লুকেও ধরা দেন।

শুভশ্রীও প্রথম ছবি থেকেই নিজেকে বোল্ড লুকে মেলে ধরতে কখনও ভয় পাননি। একদিকে অন্য রকম চরিত্রে যেমন তিনি অভিনয় করেন, আবার একেবারে কমার্শিয়াল ছবিতে তিনি বিকিন লুকেও ধরা দেন।

7 / 7
মনামী ঘোষ। নিজেকে কীভাবে ফিট অ্যান্ড ফাইন রাখতে হয় জানেন। তাঁর সুন্দর ফিগারে বিকিনি লুক মুগ্ধ করে ভক্তদের। তিনি ছুটি কাটাতে গেলে বিকিনি লুকে ছবি পোস্ট করেন। সম্প্রতি গরমে কুল থাকতে তাঁর বিকিনি লুক ভাইরাল হয়েছে।

মনামী ঘোষ। নিজেকে কীভাবে ফিট অ্যান্ড ফাইন রাখতে হয় জানেন। তাঁর সুন্দর ফিগারে বিকিনি লুক মুগ্ধ করে ভক্তদের। তিনি ছুটি কাটাতে গেলে বিকিনি লুকে ছবি পোস্ট করেন। সম্প্রতি গরমে কুল থাকতে তাঁর বিকিনি লুক ভাইরাল হয়েছে।

Next Photo Gallery