TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 21, 2022 | 5:29 PM
কিম তেহিয়ং- সাউথ কোরিয়ার এই গায়ক ভি নামেই খ্যাত। বিটিএস-এর জনপ্রিয় এই ভি চলতি বছরে গুগলে এশিয়ান স্টারদের মধ্যে সর্বাধিক সার্চ হয়েছেন।
জংকুক- জংকুক আরও এক সাউথ কোরিয়ার গায়ক। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বয়ব্যান্ড বিটিএস এর সব থেকে ছোট সদস্য হলেন তিনি। বিটিএস-এর গায়কও বটে।
বিরাট কোহলি- ক্রিকেট কেরিয়ারে একাধিক বিতর্কের মুখে পড়লেও ভক্তমহলে তাঁর জনপ্রিয়তা আজও তুঙ্গে। তা আরও একবার প্রমাণিত হল গুগুলের এই সার্চ তালিকা সামনে উঠে আসায়। তৃতীয় স্থানে জায়গা করে নেন বিরাট।
এক বছর পর নিজের বিয়ের গোপন কাহিনি শেয়ার করলেন ভিকি কৌশল। বিয়ে মানেই খরচ তুঙ্গে। সঙ্গে পরিবারের সকলের আবদার রাখতেও বেশকিছুটা ব্যয় হয়। ভিকি কৌশল ও ক্যাটরিনা ক্যাইফের বিয়ে বিটাউনের অন্যতম আকর্ষণ ছিল ২০২১ সালে।
কেরিয়ারের শুরু থেকেই রণবীর কাপুর ও আলিয়া ভাট ঝড়ের গতিতে ভাইরাল সিনেদুনিয়ায়। একের পর এক ভাল ছবি তাঁরা উপহার দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। তবে চলতি বছর এক কথায় বলতে গেলে এই জুটির বছর।
পার্ক জিমিন- চলতি বছর সোশ্যাল মিডিয়ায় কোরিয়া নানা প্রসঙ্গে বারে বারে ট্রেন্ডে জায়গা করে নিয়েছে। আর আট থেকে আশির মনে জায়গা করে নিয়েছে সাউথ কোরিয়ার ব্যান্ড এই বিটিএস। সেখানকারই গায়ক হলেন পার্ক জিমিন।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।
লালিসা মানোবান- লালিসা হচ্ছেন একজন থাই র্যাপার সঙ্গে তিনি নৃত্যশিল্পীও বটে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্ক-এর একজন গায়িকা তিনি। ২০১৬ সাল থেকে এই ব্যান্ডের সঙ্গে যুক্ত তিনি।
তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।
প্রিয়াঙ্কা চোপড়া- দেশের মাটি ছাড়লেও দেশ তাঁকে ভুলতে নারাজ। তাই আজও সর্বাধিক সার্চ লিস্টে তাঁর নামের দেখা মেলে। সেরা দশের শেষ নামটি হলেও তিনি আজও লাইম লাইটে, তা আরও একবার প্রমাণিত।