Top Safest Cars: ভারতের সেরা ১০ ‘গ্লোবাল NCAP’ রেটিংয়ের নিরাপদ গাড়ি, রইল তালিকা
TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Dec 28, 2021 | 7:12 PM
Year Ender 2021: গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে এই গাড়িগুলি নিরাপত্তার খাতিরে ৪ থেকে ৫ স্টার স্কোর করেছে। প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের নিরাপত্তার ক্ষেত্রে এই গাড়ি ভাল ফল করেছে।
1 / 10
মহিন্দ্রা থর- গ্লোবাল NCAP- এর ৪টি স্টার স্কোর করেছে। অ্যাডাল্ট এবং চাইল্ড প্রোটেকশন অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে এই গাড়ি গ্লোবাল NCAP টেস্টে ৪ স্টার স্কোর করেছে।
2 / 10
ক্র্যাশ টেস্টে এই গাড়িও ৪ স্টার স্কোর করেছে। নিরাপত্তার খাতিরে এই গাড়িতে এয়ার ব্যাগ এবং অ্যান্টি ব্রেকিং সিস্টেম রয়েছে। এক লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে।
3 / 10
ক্র্যাশ টেস্টে এই গারিও ৪ স্টার স্কোর করেছে। নিরাপত্তার জন্য মারুতি সুজুকির এই গাড়িতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ অ্যান্টি ব্রেকিং সিস্টেম এবং আরও অনেক ফিচার রয়েছে।
4 / 10
টাটা টিয়াগো- গ্লোবাল NCAP এর ক্র্যাশ টেস্টে এই গাড়িও ৪ স্টার স্কোর করেছে। দুটো এয়ারব্যাক, অ্যান্টি ব্রেকিং সিস্টেম, রেয়ার পার্কিং সেনসর (গাড়ির পিছনের অংশে) রয়েছে এই গাড়িতে।
5 / 10
মহিন্দ্রার এই গাড়িও ক্রাশ টেস্টে ৪ স্টার স্কোর করেছে এই গাড়ি। ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, অ্যান্টি ব্রেকিং সিস্টেম, ড্রাইভারের সিটের সিটবেল্ট রিমাইন্ডার রয়েছে এই ফিচারে।
6 / 10
টাটা নেক্সন- ২০১৭ সালে ক্র্যাশ টেস্টে ৫ স্টার স্কোর পেয়েছিল এই গাড়ি। ২০২১ সালে এই গাড়ি নতুন ফিচার নিয়ে লঞ্চ হয়েছে। ISOFIX child-seat mounts, দুটো এয়ারব্যাগ এবং অ্যান্টি ব্রেকিং সিস্টেম ফিচার রয়েছে এই গাড়িতে।
7 / 10
মহিন্দ্রা এক্সিউভি৩০০- মহিন্দ্রার এই গাড়িতে Global NCAP ক্র্যাশ টেস্টে ৫ স্টার স্কোর পেয়েছে। এখানেও দুটো এয়ারব্যাগ, অ্যান্টি ব্রেকিং সিস্টেম ফিচার রয়েছে।
8 / 10
টাটার এই গাড়িতে নিরাপত্তার খাতিরে রয়েছে এয়ারব্যাগ, অ্যান্টি ব্রেকিং সিস্টেম, সামনের সিটে সিটবেল্ট রিমাইন্ডার, রেয়ার পার্কিং সেনসর। ক্রাশ টেস্টে ৫ স্টার স্কোর পেয়েছে এই গাড়িও।
9 / 10
মহিন্দ্রা এক্সইউভি ৭০০- ক্র্যাশ টেস্টে ৫ স্টার স্কোর করেছে মহিন্দ্রার এই গাড়ি। নিরাপত্তার দিক থেকে এই গাড়িতে কোনও অবহেলা করেনি মহিন্দ্রা কর্তৃপক্ষ। সাতটি এয়ারব্যাগ রয়েছে মহিন্দ্রার এই গাড়িতে।
10 / 10
টাটা পাঞ্চ- টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি গাড়িও ক্র্যাশ টেস্টে ৫ স্টার স্কোর করেছে। ডুয়াল এয়ারব্যাগ, সামনের সিটে সিটবেল্ট রিমাইন্ডার, অ্যান্টি ব্রেকিং সিস্টেম রয়েছে এই গাড়িতে।