500 CC Bikes: দেশের বাজারে দেদার বিকোচ্ছে 500 সিসির এই 5 বাইক

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 31, 2023 | 2:45 PM

Top 5 Bikes Under 500CC: নতুন বাইক কেনার প্ল্য়ান করছেন? বা আপনার 150cc-র বাইকটির পরিবর্তে একটি শক্তিশালী ইঞ্জিন সহ 500cc-র বাইক কিনতে চাইছেন? তবে আপনাকে ভারতের সেরা 5টি বাইকের খোঁজ দেওয়া হল।

1 / 6
নতুন বাইক কেনার প্ল্য়ান করছেন? বা আপনার 150cc-র বাইকটির পরিবর্তে একটি শক্তিশালী ইঞ্জিন সহ 500cc-র বাইক কিনতে চাইছেন? তবে আপনাকে ভারতের সেরা 5টি বাইকের খোঁজ দেওয়া হল। এতে আপনি সহজেই নিজের পছন্দের 500cc-র বাইকটি বেছে নিতে পারবেন।

নতুন বাইক কেনার প্ল্য়ান করছেন? বা আপনার 150cc-র বাইকটির পরিবর্তে একটি শক্তিশালী ইঞ্জিন সহ 500cc-র বাইক কিনতে চাইছেন? তবে আপনাকে ভারতের সেরা 5টি বাইকের খোঁজ দেওয়া হল। এতে আপনি সহজেই নিজের পছন্দের 500cc-র বাইকটি বেছে নিতে পারবেন।

2 / 6
Royal Enfield Interceptor 650 এবং Continental GT 650: 500 cc-র শক্তিশালী বাইক বিক্রির ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড শীর্ষে রয়েছে। ডিসেম্বর 2022-এ এই সেগমেন্টে Royal Enfield Interceptor 650 এবং Continental GT 650-এর মোট শেয়ার 82.07 শতাংশ। গত মাসে এই দুটি বাইকের মোট 1,126 ইউনিট বিক্রি হয়েছে। ইন্টারসেপ্টর 650-এর দাম 2.88 লক্ষ টাকা থেকে শুরু হয়। যেখানে Continental GT 650-এর দাম শুরু হয় 3.05 লক্ষ টাকা থেকে।

Royal Enfield Interceptor 650 এবং Continental GT 650: 500 cc-র শক্তিশালী বাইক বিক্রির ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড শীর্ষে রয়েছে। ডিসেম্বর 2022-এ এই সেগমেন্টে Royal Enfield Interceptor 650 এবং Continental GT 650-এর মোট শেয়ার 82.07 শতাংশ। গত মাসে এই দুটি বাইকের মোট 1,126 ইউনিট বিক্রি হয়েছে। ইন্টারসেপ্টর 650-এর দাম 2.88 লক্ষ টাকা থেকে শুরু হয়। যেখানে Continental GT 650-এর দাম শুরু হয় 3.05 লক্ষ টাকা থেকে।

3 / 6
Kawasaki Ninja ZX-10R: বিক্রির দিক থেকে দ্বিতীয় নম্বরটি হল Ninja ZX-10R৷ 2022বাইক। ভারতীয় বাজারে এই বিলাসবহুল বাইকের এক্স-শোরুম দাম হল 16.15 লক্ষ টাকা। বিশেষ বিষয় হল সেরা 5টি বাইকের তালিকায় এটি সবচেয়ে দামি বাইক।

Kawasaki Ninja ZX-10R: বিক্রির দিক থেকে দ্বিতীয় নম্বরটি হল Ninja ZX-10R৷ 2022বাইক। ভারতীয় বাজারে এই বিলাসবহুল বাইকের এক্স-শোরুম দাম হল 16.15 লক্ষ টাকা। বিশেষ বিষয় হল সেরা 5টি বাইকের তালিকায় এটি সবচেয়ে দামি বাইক।

4 / 6
Kawasaki Z900: এর পরের নম্বরটিও একটি Kawasaki বাইক। Kawasaki Z900 বিক্রির দিক থেকে তৃতীয় নম্বরে রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে, এই বাইকের 30টি ইউনিট বিক্রি হয়েছিল। যেখানে 2021 সালের ডিসেম্বরে, মাত্র 4টি ইউনিট বিক্রি হয়েছে। এর এক্স-শোরুম দাম 9.02 লক্ষ টাকা থেকে শুরু হয়।

Kawasaki Z900: এর পরের নম্বরটিও একটি Kawasaki বাইক। Kawasaki Z900 বিক্রির দিক থেকে তৃতীয় নম্বরে রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে, এই বাইকের 30টি ইউনিট বিক্রি হয়েছিল। যেখানে 2021 সালের ডিসেম্বরে, মাত্র 4টি ইউনিট বিক্রি হয়েছে। এর এক্স-শোরুম দাম 9.02 লক্ষ টাকা থেকে শুরু হয়।

5 / 6
Triumph Tiger 660 Sport: চার নম্বরে রয়েছে Tiger 660 Sport of Triumph Motorcycles। 2022 সালের ডিসেম্বরে, মোট 19 টি ইউনিট বিক্রি হয়েছে। ভারতে ট্রাম্পের বিলাসবহুল বাইকের এক্স-শোরুম দাম শুরু হয় 8.95 লক্ষ টাকা থেকে।

Triumph Tiger 660 Sport: চার নম্বরে রয়েছে Tiger 660 Sport of Triumph Motorcycles। 2022 সালের ডিসেম্বরে, মোট 19 টি ইউনিট বিক্রি হয়েছে। ভারতে ট্রাম্পের বিলাসবহুল বাইকের এক্স-শোরুম দাম শুরু হয় 8.95 লক্ষ টাকা থেকে।

6 / 6
Kawasaki Ninja 650: Kawasaki Ninja 650 পাঁচ নম্বরে থাকলেও এর বিক্রি অর্ধেকে নেমে এসেছে। 2022 সালের ডিসেম্বরে মোট 14টি ইউনিট বিক্রি হয়েছিল। যেখানে 2021 সালের ডিসেম্বরে 28টি ইউনিট বিক্রি হয়েছিল। Kawasaki Ninja 650-এর এক্স-শোরুম দাম 7.12 লক্ষ টাকা থেকে শুরু।

Kawasaki Ninja 650: Kawasaki Ninja 650 পাঁচ নম্বরে থাকলেও এর বিক্রি অর্ধেকে নেমে এসেছে। 2022 সালের ডিসেম্বরে মোট 14টি ইউনিট বিক্রি হয়েছিল। যেখানে 2021 সালের ডিসেম্বরে 28টি ইউনিট বিক্রি হয়েছিল। Kawasaki Ninja 650-এর এক্স-শোরুম দাম 7.12 লক্ষ টাকা থেকে শুরু।

Next Photo Gallery