
মেরি কম - গত বারের কমনওয়েলথে সোনা জিতেছিলেন মেরি কম। এ বারের কমনওয়েলথে নামার জন্য ট্রায়াল দিতে গিয়ে পায়ে চোট পান পাঁচ বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন ও ছ'টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী মেরি। যার ফলে বার্মিংহ্যামে তাঁকে ৪৮ কেজি বিভাগে নামতে দেখা যাবে না। (ছবি-টুইটার)

সাইনা নেহওয়াল - কমনওয়েলথ গেমসে মেয়েদের সিঙ্গলসে নয়াদিল্লিতে ও গোল্ড কোস্টে দু'বার সোনা জিতেছেন সাইনা নেহওয়াল। এ ছাড়াও গোল্ড কোস্টে ২০১৮ সালে মিক্সড টিম থেকেও সোনা জিতেছিলেন সাইনা। তবে চলতি বছরে চোট আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন সাইনা। পাশাপাশি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সঙ্গেও তাঁর মনোমালিন্য চলছে। যার ফলে তিনি এ বারের কমনওয়েলথে নামার জন্য ট্রায়ালে অংশ নেননি। ফলে এ বার বার্মিংহ্যামে দেখা যাবে না সাইনাকে। (ছবি-টুইটার)

রানি রামপাল - চোটের কারণে এ বার ভারতীয় মহিলা হকি দলকে নেতৃত্ব দিতে পারবেন না রানি রামপাল। তাঁর বদলে ভারতের মহিলা দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সবিতা পুনিয়াকে। ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। কমনওয়েলথে ২০০২ সালে ম্যাঞ্চেস্টারে শেষ বার সোনা জিতেছিল ভারতের মহিলা হকি দল। (ছবি-টুইটার)

তেজিন্দরপাল সিং তুর - আসন্ন কমনওয়েলথে দেখা যাবে না ভারতের শট পাটার তেজিন্দরপাল সিং তুরকে। ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে চোটের কারণে তিনি সরে দাঁড়ান। অনুশীলন করতে গিয়ে চোট পান তিনি। তারপরই বোঝা গিয়েছিল কমনওয়েলথে তাঁকে নাও দেখা যেতে পারে। আর সেটাই হয়েছে। চোটের কারণে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নামা হচ্ছে না তেজিন্দরের। (ছবি-টুইটার)

কমলপ্রীত কৌর - টোকিও অলিম্পিকে ছয় নম্বর স্থানে শেষ করেছিলেন ভারতের ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌর। চলতি বছরের ২৩ মার্চ তিরুবনন্তপুরমে কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেন তিনি। কিন্তু অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট ৪ মে তাঁকে সাসপেন্ড ঘোষণা করে বিবৃতি দেয় তাদের ওয়েবসাইটে। স্ট্যানোজোল ব্যবহার করার জন্য় চাপে পড়ে যান কমলপ্রীত। যার ফলে অভিযোগ প্রমাণিত হলে কমলপ্রীতকে ৪ বছরের জন্য় সাসপেন্ড করা হতে পারে। (ছবি-টুইটার)