ঋতুরাজের সেঞ্চুরি - ২ অক্টোবর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের ৬০ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস নিঃসন্দেহে এ বারের আইপিএলের সেরা মুহূর্তের একটি। ঋতু সেই ম্যাচে তাঁর দুর্ধর্ষ ইনিংস সাজিয়েছিলেন ৯টি চার ও ৫টি ছয় দিয়ে। যদিও সেই ম্যাচে চেন্নাই জিততে পারেনি। ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
কেএর রাহুলের ৯৮*- ৭ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪২ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস এ বারের আইপিএলের একটি সেরা মুহূর্ত। ওই ম্যাচে লোকেশ রাহুলের ব্যাটে ভর করেই ধোনির চেন্নাইকে হারায় পঞ্জাব। ৯৮ রানের অধিনায়োকচিত ইনিংস পঞ্জাবের ক্যাপ্টেন সাজিয়েছিলেন ৭টি চার ও ৮টি ছয় দিয়ে। ৪২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় প্রীতির দল।
হর্ষলের হ্যাটট্রিক - এ বারের আইপিএলের পার্পল ক্যাপে কোনও বোলারকে ভাগ বসাতে দেননি আরসিবির হর্ষল প্যাটেল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর রোহিতদের দলের তিন উইকেট তুলে নিয়ে আইপিএল-১৪-র প্রথম হ্যাটট্রিক করেছেন হর্ষল। ১৭ তম ওভারে হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, রাহুল চাহারকে পরপর তিনটি বলে ফেরান হর্ষল।
ঈশান কিষাণের ৮৪ - সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮ অক্টোবর ঈশান কিষাণের ৩২ বলে ৮৪ রানের অভুতপূর্ব ইনিংস সত্যিকার অর্থেই এ বারের আইপিএলের এক সেরা মুহূর্ত। ৮৪ রানের দুর্ধর্ষ ইনিংস মুম্বইকর সাজিয়েছিলেন ১১টি চার ও ৪টি ছয় দিয়ে। ওই ম্যাচে ৪২ রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে মুম্বই।
মহম্মদ শামির ডট বল - এ বারের আইপিএলে সবথেকে বেশি ডট বল করেছেন মহম্মদ শামি। ১৪ ম্যাচে মোট ৫২.৪ ওভার বল করে ৩৯৫ রান দিয়েছেন। যার মধ্যে ১৪৫টি ডট বল দিয়েছেন। ৭.৫০ ইকোনমি রেটে খেলে উইকেট পেয়েছেন ১৯টি।