Bangla NewsPhoto gallery Top 5 Most Expensive Wedding Gifts Of Shaheen Shah Afridi, Did he get more gifts than KL Rahul?
Shaheen Shah Afridi Wedding: বিয়েতেও নকল! রাহুলের বিয়েকে টেক্কা দিতে গিয়ে ‘হার’ আফ্রিদিদের!
KL Rahul vs Shaheen Shah Afridi: সেই জন্মলগ্ন থেকে ভারতকে বরাবর 'কন্ট্রোল-পেস্ট' করে এসেছে পাকিস্তান। রাজনীতি হোক আর ক্রিকেট ম্যাচ সর্বত্রই একই ছাপ। এমনকি এ বার ভারতকে নকল করে বিয়ে পর্যন্ত চলছে পাকিস্তানে। অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি। বিয়ের ডেকোরেশন থেকে গিফ্টের তালিকা - লোকেশ রাহুল-আথিয়া শেট্টির বিয়েকে যেন ধরে নামিয়ে দেওয়া হল করাচিতে। শাহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ে হল শাহিন শাহ আফ্রিদির। ওই বিয়ের রিসেপশন থেকে শুরু করে গন্যমান্যদের ভিড়, তাঁদের গিফ্টের তালিকা দেখলে মনে হবে রাহুলের বিয়ে দেখেই প্রভাবিত হয়ে এত আয়োজন। আর তাই সোশ্যাল মিডিয়াতেও বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটার রাহুলের বর্নাঢ্য বিয়ের নকলই করেছেন শাহিদ আফ্রিদি।