Shaheen Shah Afridi Wedding: বিয়েতেও নকল! রাহুলের বিয়েকে টেক্কা দিতে গিয়ে ‘হার’ আফ্রিদিদের!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 04, 2023 | 4:30 PM

KL Rahul vs Shaheen Shah Afridi: সেই জন্মলগ্ন থেকে ভারতকে বরাবর 'কন্ট্রোল-পেস্ট' করে এসেছে পাকিস্তান। রাজনীতি হোক আর ক্রিকেট ম্যাচ সর্বত্রই একই ছাপ। এমনকি এ বার ভারতকে নকল করে বিয়ে পর্যন্ত চলছে পাকিস্তানে। অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি। বিয়ের ডেকোরেশন থেকে গিফ্টের তালিকা - লোকেশ রাহুল-আথিয়া শেট্টির বিয়েকে যেন ধরে নামিয়ে দেওয়া হল করাচিতে। শাহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ে হল শাহিন শাহ আফ্রিদির। ওই বিয়ের রিসেপশন থেকে শুরু করে গন্যমান্যদের ভিড়, তাঁদের গিফ্টের তালিকা দেখলে মনে হবে রাহুলের বিয়ে দেখেই প্রভাবিত হয়ে এত আয়োজন। আর তাই সোশ্যাল মিডিয়াতেও বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটার রাহুলের বর্নাঢ্য বিয়ের নকলই করেছেন শাহিদ আফ্রিদি।

1 / 9
চলতি বছরের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul) ও বলিউড তারকা আথিয়া শেট্টি। তাঁদের বিয়েতে ২ কোটি ১৭ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের বিশাল বাইক কালেকশন থেকে রাহুলকে কাওয়াসাকি নিনজা বাইকটি উপহার দিয়েছেন। বিয়েতে একাধিক উপহারের মধ্যে এই উপহারগুলি সকলের নজর কেড়েছে। (ছবি-টুইটার)

চলতি বছরের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul) ও বলিউড তারকা আথিয়া শেট্টি। তাঁদের বিয়েতে ২ কোটি ১৭ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের বিশাল বাইক কালেকশন থেকে রাহুলকে কাওয়াসাকি নিনজা বাইকটি উপহার দিয়েছেন। বিয়েতে একাধিক উপহারের মধ্যে এই উপহারগুলি সকলের নজর কেড়েছে। (ছবি-টুইটার)

2 / 9
করাচিতে ৩ ফেব্রুয়ারি হইহই করে সম্পন্ন হল শাহিন শাহ আফ্রিদির বিয়ে। পাত্রী পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির মেয়ে আনশা। শাহিন আফ্রিদির বিয়েতে হাজির ছিলেন পাক দলের একাধিক তারকা ক্রিকেটার। (ছবি-টুইটার)

করাচিতে ৩ ফেব্রুয়ারি হইহই করে সম্পন্ন হল শাহিন শাহ আফ্রিদির বিয়ে। পাত্রী পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির মেয়ে আনশা। শাহিন আফ্রিদির বিয়েতে হাজির ছিলেন পাক দলের একাধিক তারকা ক্রিকেটার। (ছবি-টুইটার)

3 / 9
জীবনের নতুন ইনিংস শুরু করলেন পাক তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। বিয়ে ভালোভাবে হওয়ার পর এ বার গিফট খোলার পালা। আর তাতেই উঠে আসছে নানা খবর। শাহিনের বিয়েতে পাওয়া উপহারের (Shaheen Shah Afridi Wedding Gifts) বহর দেখে চোখ কপালে উঠেছে নেটিজ়েনদের। অনেকে আবার এও বলছে, বিয়ে এবং উপহারেও যেন লোকেশ রাহুলকে নকল করেছে আফ্রিদিরা। (ছবি-টুইটার)

জীবনের নতুন ইনিংস শুরু করলেন পাক তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। বিয়ে ভালোভাবে হওয়ার পর এ বার গিফট খোলার পালা। আর তাতেই উঠে আসছে নানা খবর। শাহিনের বিয়েতে পাওয়া উপহারের (Shaheen Shah Afridi Wedding Gifts) বহর দেখে চোখ কপালে উঠেছে নেটিজ়েনদের। অনেকে আবার এও বলছে, বিয়ে এবং উপহারেও যেন লোকেশ রাহুলকে নকল করেছে আফ্রিদিরা। (ছবি-টুইটার)

4 / 9
পাকিস্তানি মিডিয়ার খবর অনুযায়ী, পাক তারকা শাহিন আফ্রিদির শ্বশুরমশাই শাহিদ আফ্রিদি মেয়ের বিয়েতে জামাইয়ের নামে করাচিতে একটি বিলাসবহুল বাংলো উপহার দিয়েছেন। জানা গিয়েছে ওই বাংলোটির নাম ৩ কোটি। (ছবি-টুইটার)

পাকিস্তানি মিডিয়ার খবর অনুযায়ী, পাক তারকা শাহিন আফ্রিদির শ্বশুরমশাই শাহিদ আফ্রিদি মেয়ের বিয়েতে জামাইয়ের নামে করাচিতে একটি বিলাসবহুল বাংলো উপহার দিয়েছেন। জানা গিয়েছে ওই বাংলোটির নাম ৩ কোটি। (ছবি-টুইটার)

5 / 9
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে শাহিন আফ্রিদির বরাবরই ভালো সম্পর্ক। যে কারণ, সতীর্থর বিয়েতে বাবর ১ কোটি ৩০ লক্ষ টাকার লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন। (ছবি-টুইটার)

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে শাহিন আফ্রিদির বরাবরই ভালো সম্পর্ক। যে কারণ, সতীর্থর বিয়েতে বাবর ১ কোটি ৩০ লক্ষ টাকার লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন। (ছবি-টুইটার)

6 / 9
শাহিন আফ্রিদির বিয়েতে পাক তারকা অলরাউন্ডার শাদাব খান উপহার দিয়েছেন একটি দামি ঘড়ি। পাক মিডিয়ার খবর অনুযায়ী সেই ঘড়িটির দাম ২৫ লাখ। (ছবি-টুইটার)

শাহিন আফ্রিদির বিয়েতে পাক তারকা অলরাউন্ডার শাদাব খান উপহার দিয়েছেন একটি দামি ঘড়ি। পাক মিডিয়ার খবর অনুযায়ী সেই ঘড়িটির দাম ২৫ লাখ। (ছবি-টুইটার)

7 / 9
পাক দলের অন্যতম সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তানের ডানহাতি ব্যাটার সরফরাজ আহমেদ একটি হীরের আংটি উপহার দিয়েছেন। যার দাম ৩০ লক্ষ। (ছবি-টুইটার)

পাক দলের অন্যতম সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তানের ডানহাতি ব্যাটার সরফরাজ আহমেদ একটি হীরের আংটি উপহার দিয়েছেন। যার দাম ৩০ লক্ষ। (ছবি-টুইটার)

8 / 9
শাহিন আফ্রিদির বিয়েতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, শাদাব খানরা একাধিক দামি উপহার দিয়েছেন ঠিকই। কিন্তু সেই সব উপহারের মধ্য়ে সবচেয়ে দামি উপহারটি শাহিন পেয়েছেন পিএসএলে তিনি যে দলের অধিনায়ক, তাদের পক্ষ থেকে। (ছবি-টুইটার)

শাহিন আফ্রিদির বিয়েতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, শাদাব খানরা একাধিক দামি উপহার দিয়েছেন ঠিকই। কিন্তু সেই সব উপহারের মধ্য়ে সবচেয়ে দামি উপহারটি শাহিন পেয়েছেন পিএসএলে তিনি যে দলের অধিনায়ক, তাদের পক্ষ থেকে। (ছবি-টুইটার)

9 / 9
পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দারের হয়ে খেলেন শাহিন শাহ আফ্রিদি। পিএসএলের সেই দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে শাহিনকে লাহোরে একটি বড় বাংলো উপহার দেওয়া হয়েছে। যার মূল্য ৫ কোটি। (ছবি-টুইটার)

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দারের হয়ে খেলেন শাহিন শাহ আফ্রিদি। পিএসএলের সেই দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে শাহিনকে লাহোরে একটি বড় বাংলো উপহার দেওয়া হয়েছে। যার মূল্য ৫ কোটি। (ছবি-টুইটার)

Next Photo Gallery