Multani Mitti: সাবান শেষ? মুলতানি মাটিকে ব্যবহার করুন এই ভাবে…

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 02, 2022 | 6:53 PM

Beauty Tips: যখন রূপচর্চায় ঘরোয়া প্রতিকারের প্রসঙ্গ আসে সেই তালিকায় প্রথমেই থাকে মুলতানি মাটি। এই প্রাকৃতিক উপাদানকে আপনি কী-কী ভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন...

1 / 6
প্রাচীনকাল থেকে ভারতীয় রূপচর্চার অঙ্গ মুলতানি মাটি। যখন রূপচর্চায় ঘরোয়া প্রতিকারের প্রসঙ্গ আসে সেই তালিকায় প্রথমেই থাকে মুলতানি মাটি। এই প্রাকৃতিক উপাদানকে আপনি কী-কী ভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন...

প্রাচীনকাল থেকে ভারতীয় রূপচর্চার অঙ্গ মুলতানি মাটি। যখন রূপচর্চায় ঘরোয়া প্রতিকারের প্রসঙ্গ আসে সেই তালিকায় প্রথমেই থাকে মুলতানি মাটি। এই প্রাকৃতিক উপাদানকে আপনি কী-কী ভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন...

2 / 6
যে কোনও ধরনের ত্বকের জন্য সেরা মুলতানি মাটি। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। যদি শুষ্ক ত্বক হয় তাহলে মুলতানি মাটির সঙ্গে দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করুন।

যে কোনও ধরনের ত্বকের জন্য সেরা মুলতানি মাটি। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। যদি শুষ্ক ত্বক হয় তাহলে মুলতানি মাটির সঙ্গে দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করুন।

3 / 6
ব্রণর সমস্যা দূর করতেও দারুণ কার্যকর মুলতানি মাটি। চন্দন বাটার সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে নিন। এতে সামান্য লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে ব্রণ এবং ব্রণর দাগ দুটোই দূর হয়ে গিয়েছে।

ব্রণর সমস্যা দূর করতেও দারুণ কার্যকর মুলতানি মাটি। চন্দন বাটার সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে নিন। এতে সামান্য লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে ব্রণ এবং ব্রণর দাগ দুটোই দূর হয়ে গিয়েছে।

4 / 6
সাবানের বদলে মুলতানি মাটিকে গা-হাত-পায়েও ব্যবহার করতে পারেন। মুলতানি মাটির সঙ্গে নিমের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। এতে সামান্য দুধ মিশিয়ে বানিয়ে নিন প্রাকৃতিক বডিওয়াশ। স্নানের সময় এই মিশ্রণটি ব্যবহার করুন।

সাবানের বদলে মুলতানি মাটিকে গা-হাত-পায়েও ব্যবহার করতে পারেন। মুলতানি মাটির সঙ্গে নিমের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। এতে সামান্য দুধ মিশিয়ে বানিয়ে নিন প্রাকৃতিক বডিওয়াশ। স্নানের সময় এই মিশ্রণটি ব্যবহার করুন।

5 / 6
ত্বক উজ্জ্বল করতে মুলতানি মাটির জুড়ি মেলা ভার। মুলতানি মাটির সঙ্গে চন্দনের পেস্ট ও টমেটো রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের প্রয়োগ করুন এবং শুকনো হওয়া অবধি অপেক্ষা। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বক উজ্জ্বল করতে মুলতানি মাটির জুড়ি মেলা ভার। মুলতানি মাটির সঙ্গে চন্দনের পেস্ট ও টমেটো রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের প্রয়োগ করুন এবং শুকনো হওয়া অবধি অপেক্ষা। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

6 / 6
শুধু ত্বক নয়, চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখতেও সাহায্য করে মুলতানি মাটি। মুলতানি মাটিকে গোলাপ জলে গুলে স্ক্যাল্পে ঘষে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের ধুলো, বালি, ময়লা, অতিরিক্ত তেল অপসারণ করে দেবে।

শুধু ত্বক নয়, চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখতেও সাহায্য করে মুলতানি মাটি। মুলতানি মাটিকে গোলাপ জলে গুলে স্ক্যাল্পে ঘষে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের ধুলো, বালি, ময়লা, অতিরিক্ত তেল অপসারণ করে দেবে।

Next Photo Gallery