Trekking Route: প্রকৃতি ডাকছে আপনাকে? বসন্তের আমেজে ট্রেক করে আসুন হিমালয়ের এই জায়গাগুলি থেকে

শীতের পর বরফ গলতে শুরু করে। চারিদিক ভরে ওঠে নতুন সবুজ ঘাসে। বন্য ফুলগুলোও মন কেড়ে নেয়। পথে কমে যায় প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা। আসলে বসন্ত এতই সুন্দর যে হিমালয়ের সৌন্দর্য তাতে দ্বিগুণ হয়ে ওঠে। এমন দৃশ্য কে মিস করতে চায় বলুন?

| Edited By: megha

Feb 04, 2022 | 2:16 PM

1 / 6
নন্দাদেবী ন্যাশানাল পার্ক- উত্তরাখণ্ডের ফ্লাওয়ার অফ ভ্যালিই হল নন্দাদেবী ন্যাশানাল পার্ক। বসন্তের আমেজে ফুলে ভরে ওঠে এই উপত্যকা। পশুপ্রেমীদের জন্যও স্বর্গোদ্যান এই উপত্যকা।

নন্দাদেবী ন্যাশানাল পার্ক- উত্তরাখণ্ডের ফ্লাওয়ার অফ ভ্যালিই হল নন্দাদেবী ন্যাশানাল পার্ক। বসন্তের আমেজে ফুলে ভরে ওঠে এই উপত্যকা। পশুপ্রেমীদের জন্যও স্বর্গোদ্যান এই উপত্যকা।

2 / 6
দয়রা বুগিয়াল- বুগিয়াল কথার অর্থ হল তৃণভূমি। শীতের পর যখন বরফ গলতে শুরু করে তখন উত্তরাখণ্ডের এই অঞ্চল ভরে ওঠে কচি সবুজ ঘাসে। রাইথল থেকে ট্রেক করতে হয় এখানে।

দয়রা বুগিয়াল- বুগিয়াল কথার অর্থ হল তৃণভূমি। শীতের পর যখন বরফ গলতে শুরু করে তখন উত্তরাখণ্ডের এই অঞ্চল ভরে ওঠে কচি সবুজ ঘাসে। রাইথল থেকে ট্রেক করতে হয় এখানে।

3 / 6
কুয়ারি পাস- উত্তরাখণ্ডের আরেকটি জনপ্রিয় ট্রেকিং রুট হল কুয়ারি পাস। তপোবন অঞ্চলে এই ট্রেক হয়। ঘন জঙ্গলের মধ্য দিয়ে হিমালয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করা যায় এখানে।

কুয়ারি পাস- উত্তরাখণ্ডের আরেকটি জনপ্রিয় ট্রেকিং রুট হল কুয়ারি পাস। তপোবন অঞ্চলে এই ট্রেক হয়। ঘন জঙ্গলের মধ্য দিয়ে হিমালয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করা যায় এখানে।

4 / 6
সান্দাকফু- এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু ও লোটসের দৃশ্য দেখার জন্য আপনাকে ট্রেক করতে হবে সান্দাকফু। সাধারণত বসন্তকালে আবহাওয়া ভাল থাকে। আকাশ পরিষ্কার থাকে তাই হিমালয়ের দৃশ্য সহজেই ধরা পড়ে। এখানে ট্রেক করতে গেলে আপনার পথে সাক্ষী হবে লাল রডোড্রেনডন।

সান্দাকফু- এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু ও লোটসের দৃশ্য দেখার জন্য আপনাকে ট্রেক করতে হবে সান্দাকফু। সাধারণত বসন্তকালে আবহাওয়া ভাল থাকে। আকাশ পরিষ্কার থাকে তাই হিমালয়ের দৃশ্য সহজেই ধরা পড়ে। এখানে ট্রেক করতে গেলে আপনার পথে সাক্ষী হবে লাল রডোড্রেনডন।

5 / 6
খোপরা- বসন্তকালে নেপালকে কেমন দেখায় জানেন? যদি হিমালয়ের আরও কাছে পৌছাতে চান, তাহলে বাকেট লিস্টে নেপালকে রাখা জরুরি। পোখরা অঞ্চলের খোপরাতে ট্রেক কর‍তে পারেন এই ঋতুতে।

খোপরা- বসন্তকালে নেপালকে কেমন দেখায় জানেন? যদি হিমালয়ের আরও কাছে পৌছাতে চান, তাহলে বাকেট লিস্টে নেপালকে রাখা জরুরি। পোখরা অঞ্চলের খোপরাতে ট্রেক কর‍তে পারেন এই ঋতুতে।

6 / 6
ডেয়োরিয়া তাল- প্রকৃতি প্রেমীদের জন্য সেরা ডেস্টিনেশন ডেয়োরিয়া তাল। চন্দ্রশিলা হয়ে আপনি এই ট্রেক করতে পারেন। এটি উত্তরাখণ্ডের সারি অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত।

ডেয়োরিয়া তাল- প্রকৃতি প্রেমীদের জন্য সেরা ডেস্টিনেশন ডেয়োরিয়া তাল। চন্দ্রশিলা হয়ে আপনি এই ট্রেক করতে পারেন। এটি উত্তরাখণ্ডের সারি অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত।