River Rafting: খরস্রোতা নদীতে রিভার রাফটিং করতে চান? এই জায়গাগুলি থেকে ঘুরে আসুন

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 24, 2022 | 12:57 PM

রিভার রাফটিং একটি জনপ্রিয় ওয়াটার বেস স্পোর্টস। খরস্রোতা নদীতে রিভার রাফটিং একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার। ভারতের বিভিন্ন স্থানে এই রিভার রাফটিং হয়। কোথায় কোথায় হয় এই অ্যাডভেঞ্চার মূলক স্পোর্টস জেনে নিন...

1 / 6
মানালি- মানালি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে বাঞ্জি জাম্পিং, প্যারা গ্লাইডিংয়ের মত একাধিক অ্যাডভেঞ্চার মূলক হয়। সেরকমই বিয়াস নদীতে রিভার রাইডিংয়ের সুযোগ রয়েছে এখানে।

মানালি- মানালি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে বাঞ্জি জাম্পিং, প্যারা গ্লাইডিংয়ের মত একাধিক অ্যাডভেঞ্চার মূলক হয়। সেরকমই বিয়াস নদীতে রিভার রাইডিংয়ের সুযোগ রয়েছে এখানে।

2 / 6
ঋষিকেশ- ঋষিকেশের খরস্রোতা গঙ্গাতে রিভার রাফটিং করার সুযোগ রয়েছে। ঋষিকেশ থেকে ব্রক্ষ্মপুরি অবধি রিভার রাফটিং করতে পারবেন।

ঋষিকেশ- ঋষিকেশের খরস্রোতা গঙ্গাতে রিভার রাফটিং করার সুযোগ রয়েছে। ঋষিকেশ থেকে ব্রক্ষ্মপুরি অবধি রিভার রাফটিং করতে পারবেন।

3 / 6
গোকর্ণ- কর্ণাটকের গোকর্ণে রয়েছে রিভার রাফটিংয়ের সুযোগ। গোকর্ণের ডানডেলি নদীতে আপনি রিভার রাফটিং করতে পারবেন।

গোকর্ণ- কর্ণাটকের গোকর্ণে রয়েছে রিভার রাফটিংয়ের সুযোগ। গোকর্ণের ডানডেলি নদীতে আপনি রিভার রাফটিং করতে পারবেন।

4 / 6
কোলাদ- মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোলাদ। কোলাদ নদীতেও রয়েছে রিভার রাফটিংয়ের সুযোগ।

কোলাদ- মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোলাদ। কোলাদ নদীতেও রয়েছে রিভার রাফটিংয়ের সুযোগ।

5 / 6
লাদাখ- লাদাখ ভারতের এমন একটি পর্যটন কেন্দ্র, যেখানে বেড়াতে যাওয়াটাই এক প্রকার অ্যাডভেঞ্চার। লাদাখের ইন্দাস নদীতে রয়েছে রিভার রাফটিংয়ের সুযোগ। এই নদী বয়ে চলে গেছে পাকিস্তানে।

লাদাখ- লাদাখ ভারতের এমন একটি পর্যটন কেন্দ্র, যেখানে বেড়াতে যাওয়াটাই এক প্রকার অ্যাডভেঞ্চার। লাদাখের ইন্দাস নদীতে রয়েছে রিভার রাফটিংয়ের সুযোগ। এই নদী বয়ে চলে গেছে পাকিস্তানে।

6 / 6
তিস্তা- উত্তরবঙ্গ কিংবা সিকিম বেড়াতে গেলে আপনি তিস্তা নদীতেও রিভার রাফটিং করতে পারবেন।

তিস্তা- উত্তরবঙ্গ কিংবা সিকিম বেড়াতে গেলে আপনি তিস্তা নদীতেও রিভার রাফটিং করতে পারবেন।

Next Photo Gallery