Spring Destination: মার্চে‌ বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? রইল ৬টি পাহাড়ি ডেস্টিনেশনের খোঁজ

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 21, 2022 | 11:19 AM

মার্চ মাস শুরু সঙ্গে সঙ্গে চারিদিকে লাগবে বসন্তের নেশা। রুক্ষ, শুষ্ক পাহাড়ের ধারগুলো ভরে উঠবে সবুজ কচি ঘাসে। পথের বাঁকে বাঁকে দেখা মিলবে রঙ-বেরঙের ফুলের। এখন আবহাওয়া যেমন মনোরম, প্রাকৃতিক সৌন্দর্য ততই মধুর।

1 / 6
সিকিম- হিমালয়ের বসন্ত দেখার অন্যতম ডেস্টিনেশন সিকিম। বসন্তে সিকিম ভরে ওঠে ফুলের মেলায়। লাল রডড্রেনডনের সমাহার দেখতে চাইলে মার্চ মাসে ঘুরে আসুন সিকিম থেকে।

সিকিম- হিমালয়ের বসন্ত দেখার অন্যতম ডেস্টিনেশন সিকিম। বসন্তে সিকিম ভরে ওঠে ফুলের মেলায়। লাল রডড্রেনডনের সমাহার দেখতে চাইলে মার্চ মাসে ঘুরে আসুন সিকিম থেকে।

2 / 6
বির, হিমাচল প্রদেশ- বসন্তে হিমাচল প্রদেশের যে স্থানেই বেড়াতে যান কেন, আপনি নিরাশ হবে না। তবে বির অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিত থেকে একটু আলাদা। এই জায়গাটি ইকো-ট্যুরিজম ও মেডিটেশন কেন্দ্র হিসাবে বেশ জনপ্রিয়। এছাড়াও এখানে রয়েছে হাইকিং, প্যারাগ্লাইডিংয়ের মত বিভিন্ন অ্যাডভেঞ্চার মূলক স্পোর্টসের সুযোগ। এখানে আপনি তিব্বতের মনেস্ট্রি ও চা বাগানগুলোও ঘুরে দেখতে পারেন।

বির, হিমাচল প্রদেশ- বসন্তে হিমাচল প্রদেশের যে স্থানেই বেড়াতে যান কেন, আপনি নিরাশ হবে না। তবে বির অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিত থেকে একটু আলাদা। এই জায়গাটি ইকো-ট্যুরিজম ও মেডিটেশন কেন্দ্র হিসাবে বেশ জনপ্রিয়। এছাড়াও এখানে রয়েছে হাইকিং, প্যারাগ্লাইডিংয়ের মত বিভিন্ন অ্যাডভেঞ্চার মূলক স্পোর্টসের সুযোগ। এখানে আপনি তিব্বতের মনেস্ট্রি ও চা বাগানগুলোও ঘুরে দেখতে পারেন।

3 / 6
দয়লা বুগিয়াল, উত্তরাখণ্ড- উত্তরাখণ্ডের জনপ্রিয় ট্রেকিং রুট দয়লা বুগিয়াল। ট্রেকিংয়ের জন্য এই রুটে সারা বছর খোলা থাকলেও, সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা পেতে বসন্ত ঋতুতে ঘুরে আসতে পারেন। এটি ৬দিনের একটি ট্রেকিং রুট, যেখানে আপনি সাক্ষী হবেন হিমালয়ের সৌন্দর্য, সুন্দর বন্য ফুলের আর সবুজ ঘারে।

দয়লা বুগিয়াল, উত্তরাখণ্ড- উত্তরাখণ্ডের জনপ্রিয় ট্রেকিং রুট দয়লা বুগিয়াল। ট্রেকিংয়ের জন্য এই রুটে সারা বছর খোলা থাকলেও, সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা পেতে বসন্ত ঋতুতে ঘুরে আসতে পারেন। এটি ৬দিনের একটি ট্রেকিং রুট, যেখানে আপনি সাক্ষী হবেন হিমালয়ের সৌন্দর্য, সুন্দর বন্য ফুলের আর সবুজ ঘারে।

4 / 6
ওয়ানাদ, কেরল- কেরলে বসন্ত ঋতুতে আবহাওয়া খুব মনোরম থাকে। তার ওপর যদি পশ্চিমঘাটের কোনও পাহাড়ি পর্যটন কেন্দ্র হয় তাহলে আনন্দ হয়ে ওঠে দ্বিগুণ। এর জন্য আপনি ঘুরে আসতে পারে ওয়ানাদ থেকে।

ওয়ানাদ, কেরল- কেরলে বসন্ত ঋতুতে আবহাওয়া খুব মনোরম থাকে। তার ওপর যদি পশ্চিমঘাটের কোনও পাহাড়ি পর্যটন কেন্দ্র হয় তাহলে আনন্দ হয়ে ওঠে দ্বিগুণ। এর জন্য আপনি ঘুরে আসতে পারে ওয়ানাদ থেকে।

5 / 6
 মানালি- হিমাচলের অন্যতম ও প্রধান পর্যটন কেন্দ্র হল মানালি। কুল্লু জেলার মধ্যে অবস্থিত এই শৈলশহর যেন বসন্তের রূপে সেজে ওঠে। শীতে যদিও ঢাকা থাকে বরফের সাদা চাদরে। এরপর যখন বসন্তের ছোঁয়া লাগে, সৌন্দর্য আরও বেড়ে যায় মানালির। মানালি থেকে আপনি সোলাং ভ্যালি, কুল্লু ভ্যালি, রোহাতাং পাস, হাম্পতা পাস বেরিয়ে আসতে পারেন।

মানালি- হিমাচলের অন্যতম ও প্রধান পর্যটন কেন্দ্র হল মানালি। কুল্লু জেলার মধ্যে অবস্থিত এই শৈলশহর যেন বসন্তের রূপে সেজে ওঠে। শীতে যদিও ঢাকা থাকে বরফের সাদা চাদরে। এরপর যখন বসন্তের ছোঁয়া লাগে, সৌন্দর্য আরও বেড়ে যায় মানালির। মানালি থেকে আপনি সোলাং ভ্যালি, কুল্লু ভ্যালি, রোহাতাং পাস, হাম্পতা পাস বেরিয়ে আসতে পারেন।

6 / 6
দার্জিলিং, পশ্চিমবঙ্গ- বাঙালির জনপ্রিয় হিল স্টেশন দার্জিলিং। এখানের বসন্ত একটু অন্যরকম। সবুজে ঘেরা চা বাগান। নিশ্চুপে দাঁড়িয়ে রয়েছে ঘুম। আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আর চারিদিক ভরে উঠেছে রডড্রেনডন ফুলে। এই সময় আকাশ পরিষ্কার থাকে, তাই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য মিস হওয়ার কোনও সুযোগই নেই।

দার্জিলিং, পশ্চিমবঙ্গ- বাঙালির জনপ্রিয় হিল স্টেশন দার্জিলিং। এখানের বসন্ত একটু অন্যরকম। সবুজে ঘেরা চা বাগান। নিশ্চুপে দাঁড়িয়ে রয়েছে ঘুম। আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আর চারিদিক ভরে উঠেছে রডড্রেনডন ফুলে। এই সময় আকাশ পরিষ্কার থাকে, তাই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য মিস হওয়ার কোনও সুযোগই নেই।

Next Photo Gallery