
মারুতি সেলেরিও AMT- 26.68kpl: সবচেয়ে কম জ্বালানির প্রয়োজন হয় মারুতির সেলেরিও গাড়িটিতে। এটি গাড়িটির এক লিটার তেলে ২৬.৬৯ কিলোমিটার পথ দৌড়াতে পারে।

মারুতি সুজুকি ডিজায়ার AMT- 24.12kpl: কম জ্বালানির গাড়ির তালিকায় দু নম্বরে রয়েছে মারুতি সুজুকি ডিজায়ার। এটি প্রতি লিটার তেলে ২৪.১২ কিলোমিটার ছুটতে পারে।

টয়োটা গ্ল্যানজা/ মারুতি সুজুকি বালেনো 23.87kpl: এই তালিকায় পিছিয়ে নেই মারুতি সুজুকির বালেনোও। এই গাড়িটি প্রতি লিটারে ২৩.৮৭ কিমি মাইলেজ দেয়।

মারুতি সুইফট AMT- 23.76kpl: কম তেল সাশ্রয়ী গাড়ির তালিকায় রয়েছে মারুতি সুইফটও। এটিও বালেনোর মতই ২৩.৭৬ কিলোমিটার চলতে পারে ১ লিটার তেলে।

মারুতি সুজুকি অলটো - 22.05kpl: মারুতি সুজুকির ক্ষুদ্রতম মডেলটি 0.8-লিটার ইঞ্জিন দ্বারা চালিত। এই অলটো গাড়িটি প্রতি লিটারে ২২.০৫ কিলোমিটার পথ যেতে পারে।

রেনল্ট কেউইড 1.0 AMT- 22kpl: সবচেয়ে কম দামি ছোট গাড়ি হিসেবে পরিচিত রেনল্ট কেউইড। এন্ট্রি-লেভেল সেগমেন্টে সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী গাড়ি এটি। ১ লিটার তেলে এটি ২২ কিলোমিটার পথ যায়।

মারুতি সুজুকি ওয়াগনার 1.0- 21.79kpl: কম তেল সাশ্রয়ী গাড়ির তালিকায় রয়েছে মারুতি ওয়াগনারের। এই গাড়িটির ২১.৭৯ কিলোমিটার পথ যেতে ১ লিটার জ্বালানি দরকার হয়।

ডাস্টান রেডিগো AMT- 22kpl: ডাস্টান রেডিগোও কোনও অংশে পিছিয়ে নেই। এটিও ২২ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে মাত্র ১ লিটার জ্বালানিতে।

মারুতি সুজুকি এস-প্রেসো- 21.7kpl: মারুতি সুজুকি এস-প্রেসো প্রতি লিটার জ্বালানিতে ২১.৭ কিলোমিটার দৌড়াতে পারে।