
ইন্দোর- টানা পাঁবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে বিবেচনা করা হয়েছে। মধ্যপ্রদেশের এই সুন্দর সাজানো শহরটি মূলত ট্র্যাভেল সার্কিটে রাজওয়াদা প্রাসাদ এবং লাল বাগ প্রাসাদের জন্য বিখ্যাত।

সুরাত- গুজরাতের এই শহরটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়া এই শহরে টেক্সটাইল শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। হিরের ব্বসার কেন্দ্র দহিসেবে এই শহরটি সারা বিশ্বের কাছে অতিপরিচিত।

বিজওয়াড়া- ২০২১ সালে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের এই শহরটি। এখানে গেলে সুন্দর কনাকা দুর্গা মন্দিরটি অবশ্যই দেখবেন। সপ্তম শতাব্দীর উন্দাভাল্লি গুহাগুলির জন্য বিখ্যাত এই শহরে জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের বিশ্রামাগার হিসেবে পরিচিত।

নভি মুম্বই- মহারাষ্ট্রের এই সুপরিকল্পিত শহরটি দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ব্যস্ততম মুম্বই শহর থেকে প্রায় ৪২ মিনিট দূরে এই শহরটি অবস্থিত।

পুনে- মহারাষ্ট্রের সেরা শহরগুলির মধ্যে এই শহরটি পঞ্চম স্থানে রয়েছে। আগা খান প্রাসাদের বাড়ি, কলেজ ও শান্ত পরিবেশ এই শহরের সৌন্দর্য। সড়কপথে মুম্বই থেকে এটি প্রায় ৩ ঘন্টা দূরে।