T20 World Cup 2021: ভারত-পাক মহারণে নজরে যে ৫ সেরা ক্রিকেটার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 22, 2021 | 7:50 PM

অপেক্ষার আর একটা মাত্র দিন। ২৪ অক্টোবর ভারত (India) তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2021) মিশন শুরু করতে চলেছে। রবিবারের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের যে পাঁচ ক্রিকেটার বিরাটব্রিগেডকে মুশকিলে ফেলতে পারেন তাদের মধ্যে পাক অধিনায়ক বাবর আজম তো রয়েছেনই। পাশাপাশি রয়েছেন আর কোন ক্রিকেটাররা দেখুন ছবিতে...

1 / 5
বাবর আজম - পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) বর্তমানে তাঁর ক্রিকেট কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ৬১টি ম্যাচে খেলেছেন। সেখানে তাঁর সংগ্রহ ২২০৪ রান। অনেক প্রাক্তন ক্রিকেটারদের মতে বাবর আজম পারেন ভারত-পাক ম্যাচের ফলাফল বদলে দিতে। (ছবি-টুইটার)

বাবর আজম - পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) বর্তমানে তাঁর ক্রিকেট কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ৬১টি ম্যাচে খেলেছেন। সেখানে তাঁর সংগ্রহ ২২০৪ রান। অনেক প্রাক্তন ক্রিকেটারদের মতে বাবর আজম পারেন ভারত-পাক ম্যাচের ফলাফল বদলে দিতে। (ছবি-টুইটার)

2 / 5
মহম্মদ রিজওয়ান - এ বারের বিশ্বকাপে পাকিস্তানের বড় ভরসা তাঁদের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। ২০১৬ সালেই খারাপ ফর্মের জন্য তিনি দল থেকেও বাদ পড়েন। তবে তাতেই দমে যাননি রিজওয়ান। নিজের ফর্ম ফিরে পেয়েছেন এবং জাতীয় দলে ফের জায়গা করে নিয়েছেন। এখনও পর্যন্ত ৪৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রিজওয়ান করেছেন ১০৬৫ রান। (ছবি-টুইটার)

মহম্মদ রিজওয়ান - এ বারের বিশ্বকাপে পাকিস্তানের বড় ভরসা তাঁদের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। ২০১৬ সালেই খারাপ ফর্মের জন্য তিনি দল থেকেও বাদ পড়েন। তবে তাতেই দমে যাননি রিজওয়ান। নিজের ফর্ম ফিরে পেয়েছেন এবং জাতীয় দলে ফের জায়গা করে নিয়েছেন। এখনও পর্যন্ত ৪৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রিজওয়ান করেছেন ১০৬৫ রান। (ছবি-টুইটার)

3 / 5
 শাহিন শাহ আফ্রিদি - ছয় ফুট ছয় ইঞ্চির শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) পাকিস্তানের বোলিং বিভাগে বড় সড় চমক দেখানোর জন্য তৈরি। ২০২০ সালের এপ্রিলে পাকিস্তানের হয়ে অভিষেক শাহিনের। পাক ক্রিকেটে সফল এই বাঁ-হাতি পেসার পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ৩০টি টি-২০ ম্যাচে খেলেছেন। যেখানে তাঁর সংগ্রহ ৩২টি উইকেট। ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলেছেন শাহিন। তিনিই সর্বকনিষ্ঠ পেসার, যিনি এই কীর্তি গড়েছেন।(ছবি-টুইটার)

শাহিন শাহ আফ্রিদি - ছয় ফুট ছয় ইঞ্চির শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) পাকিস্তানের বোলিং বিভাগে বড় সড় চমক দেখানোর জন্য তৈরি। ২০২০ সালের এপ্রিলে পাকিস্তানের হয়ে অভিষেক শাহিনের। পাক ক্রিকেটে সফল এই বাঁ-হাতি পেসার পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ৩০টি টি-২০ ম্যাচে খেলেছেন। যেখানে তাঁর সংগ্রহ ৩২টি উইকেট। ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলেছেন শাহিন। তিনিই সর্বকনিষ্ঠ পেসার, যিনি এই কীর্তি গড়েছেন।(ছবি-টুইটার)

4 / 5
হাসান আলি - ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন হাসান আলি (Hasan Ali)। ওই টুর্নামেন্টে ১৩টি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টের পুরস্কারও জিতেছিলেন হাসান। পাকিস্তানের এই মিডিয়াম পেসারের মূল ভূমিকা নজরে পড়ে যখন মিডল ওভারে বোলিং বৈচিত্র্যের প্রয়োজন হয়। এখনও পর্যন্ত ৪১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫২টি উইকেট নিয়েছেন তিনি। (ছবি-টুইটার)

হাসান আলি - ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন হাসান আলি (Hasan Ali)। ওই টুর্নামেন্টে ১৩টি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টের পুরস্কারও জিতেছিলেন হাসান। পাকিস্তানের এই মিডিয়াম পেসারের মূল ভূমিকা নজরে পড়ে যখন মিডল ওভারে বোলিং বৈচিত্র্যের প্রয়োজন হয়। এখনও পর্যন্ত ৪১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫২টি উইকেট নিয়েছেন তিনি। (ছবি-টুইটার)

5 / 5
মহম্মদ হাফিজ - পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজের (Mohammad Hafeez) জাতীয় দলে অভিষেক ২০০৩ সালে। তখন থেকেই ধারাবাহিক ভাবে পাকিস্তানকে ব্যাটে-বলে ভরসা দিয়েছেন। এখনও পর্যন্ত তিনি পাকিস্তানের জার্সিতে ১১৩টি টি-২০ ম্যাচে খেলেছেন। এবং ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে তাঁর সংগ্রহ ২৪২৯ রান। যেখানে রয়েছে ১৪টি হাফসেঞ্চুরিও। স্পিনার হিসেবে ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৬০টি উইকেট নিয়েছেন হাফিজ।(ছবি-টুইটার)

মহম্মদ হাফিজ - পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজের (Mohammad Hafeez) জাতীয় দলে অভিষেক ২০০৩ সালে। তখন থেকেই ধারাবাহিক ভাবে পাকিস্তানকে ব্যাটে-বলে ভরসা দিয়েছেন। এখনও পর্যন্ত তিনি পাকিস্তানের জার্সিতে ১১৩টি টি-২০ ম্যাচে খেলেছেন। এবং ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে তাঁর সংগ্রহ ২৪২৯ রান। যেখানে রয়েছে ১৪টি হাফসেঞ্চুরিও। স্পিনার হিসেবে ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৬০টি উইকেট নিয়েছেন হাফিজ।(ছবি-টুইটার)

Next Photo Gallery