Hair Fall Problems: চুল পড়া রোধ হবে মাত্র এক সপ্তাহেই! ঘন ও কালো চুলের জন্য রান্নাঘরের এই একটি উপাদানই যথেষ্ট
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 11, 2022 | 6:43 PM
Kalonji Hair Mask: বর্ষাকালে চুল পড়ার পরিমাণ বেশি হয়, তা সকলেরেই জানা। তবে শুধু আবহাওয়া ছাড়াও রয়েছে আরও অনেক কারণ। চুলের সমস্যা নিয়ে নাজেহাল অবস্থা প্রায় সকলেরই।
1 / 8
অধিকাংশই চুল নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকেন। রুক্ষ প্রান্ত থেকে শুষ্ক মাথার ত্বক নিয়ে ঝামেলার শেষ নেই। দিনের শেষে যেমনটা চান, তেমন চুলের গড়ন পাওয়া যায়।
2 / 8
জীবনধারা পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুল ও মাথার ত্বককে বেশি প্রভাবিত করে তা হল আবহাওয়া। সূর্যের অতিরিক্ত ইউভি রশ্মি থেকে বাঁচতে চুলের তেল থেকে শুরু করে মাস্ক পর্যন্ত, সবকিছুই চেষ্টা করেও কোনও ফল পাওয়া যায়নি।
3 / 8
অঝোরে চুল পড়া রোধ করতে অনেকেই চুলে ব্রাশ দেন না। ঘরোয়া উপায়ে এই গুরুতর সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা ভেবে পান না। তবে রান্নাঘরের বিশেষ উপকরণ দিয়েও ম্যাজিকের মত চুলের এই সমস্যা রোধ করা সম্ভব।
4 / 8
রান্নার জন্য কালো জিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে কাজে লাগে। শুধু রান্নায় স্বাদ আনার জন্য ফোড়ণ হিসেবে নয়, চুলের সমস্যার কাজেও কালো জিরের অবদান রয়েছে। ঘন ও কালো চুলের জন্য এই উপকরণটি ম্যাজিকের মত কাজ করে।
5 / 8
সপ্তাহে দুবার কালো জিরের হেয়ার মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এক সপ্তাহের মধ্যেই চুলের পাতলা ভাব দূর হতে শুরু করে। বর্ষায় অঝোরে চুল পড়ার রোধ করতে পকেট থেকে টাকা খসাতে আর হবে না।
6 / 8
কালো জিরের সঙ্গে কয়েকটি মেথি বীজ মেশালে তার উপকারিতা অনেক গুণ বেড়ে যায়। চুল হয় দীর্ঘ, কালো ও ঘন। সারারাত ভিজিয়ে রাখুন মেথি ও কালো জিরে। তাহলেই মিলবে সঠিক ফলাফল।
7 / 8
সারারাত ধরে ভিজিয়ে রাখার পরের দিন সকালে মেথি ও কালো জিরে পেস্ট করে নিতে হবে। মসৃণ যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত পেস্ট করে যান। এরপর মাথার ত্বক ও চুলে লাগিয়ে নিন। এমনভাবে ৪০ মিনিটের মত অপেক্ষা করুন।
8 / 8
শুকিয়ে গেলে শুধুমাত্র হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করতে ভুলবেন না।