WhatsApp Features: ২০২১ সালে হোয়াটসঅ্যাপে এসেছে অত্যন্ত জরুরি এই ৯ ফিচার

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 24, 2021 | 9:25 AM

Year Ender 2021: চলতি বছরের শুরুটা হোয়াটসঅ্যাপের জন্য খুব একটা ভাল ছিল না। নতুন প্রাইভেস পলিসি নিয়ে বড় বিতর্কের মুখে পড়েছিল মেটার (তৎকালীন ফেসবুক) এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। সে সব বিতর্ক সামলেই চলতি বছরে পাল্লা দিয়ে একের পর এক নতুন ফিচার লঞ্চ করে গিয়েছে হোয়াটসঅ্যাপ। বছর ঘুরতে চলল। আর তার আগেই হোয়াটসঅ্যাপের সেই সব ফিচার সম্পর্কে একবার ঝালিয়ে নেওয়া যাক।

1 / 9
চ্যাট ব্যাকআপের জন্য এনক্রিপশন- এ যাবৎকালে হোয়াটসঅ্যাপের সবথেকে ভাল ফিচার্স। কারণ এই ফিচারের মাধ্যমেই ইউজারদের হোয়াটসঅ্যাপ চ্যাটের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা গিয়েছে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রাহকরা থার্ড পার্টি কোনও অ্যাপে বা সাইটে (গুগল ড্রাইভ) সংরক্ষিত রাখা সমস্ত চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারেন। কী ভাবে এই ফিচারটি ব্যবহার করবেন? তার জন্য সেটিংস অপশনে যেতে হবে প্রথমে। তার পরে চ্যাট থেকে চ্যাট ব্যাকআপ এবং তার পরে এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যকআপ অপশনটি সিলেক্ট করতে হবে। পাশাপাশি পাসওয়ার্ড দ্বারাও সেই চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখার অপশন যোগ করা হয়েছে।

চ্যাট ব্যাকআপের জন্য এনক্রিপশন- এ যাবৎকালে হোয়াটসঅ্যাপের সবথেকে ভাল ফিচার্স। কারণ এই ফিচারের মাধ্যমেই ইউজারদের হোয়াটসঅ্যাপ চ্যাটের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা গিয়েছে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রাহকরা থার্ড পার্টি কোনও অ্যাপে বা সাইটে (গুগল ড্রাইভ) সংরক্ষিত রাখা সমস্ত চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারেন। কী ভাবে এই ফিচারটি ব্যবহার করবেন? তার জন্য সেটিংস অপশনে যেতে হবে প্রথমে। তার পরে চ্যাট থেকে চ্যাট ব্যাকআপ এবং তার পরে এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যকআপ অপশনটি সিলেক্ট করতে হবে। পাশাপাশি পাসওয়ার্ড দ্বারাও সেই চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখার অপশন যোগ করা হয়েছে।

2 / 9
ডিসঅ্যাপিয়ারিং ফটোজ় - চলতি বছরে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে যোগ হয়েছে ডিসঅ্যাপিয়ারিং ফটোজ় নামক আর একটি ফিচার। এই ফিচারের আরও একটি নাম রয়েছে - 'ভিউ ওয়ান্স'। এর সাহায্যে আপনি অপর প্রান্তের কোনও ইউজারকে একটি ছবি পাঠানোর পরক্ষণেই তা গায়েব হয়ে যেতে পারে। অপর প্রান্তের সেই ইউজার চ্যাট ছেড়ে বেরিয়ে গেলেই ছবিটি ডিসঅ্যাপিয়ার বা গায়েব হয়ে যাবে। কেন এই ফিচারটি অত্যন্ত জরুরি? প্রায়শই আমাদের ফোন মেমোরি একাধিক ছবিতে ফুলে ফেঁপে ঢোল হয়ে ওঠে। আর তার বেশির ভাগ ছবিই আসে হোয়াটসঅ্যাপ থেকে। ফলে এই ফিচারটি আপনি যদি অন করে রাখেন, তাহলে হোয়াটসঅ্যাপে আসা যে কোনও ছবি আপনি একবার দেখার পরই গায়েব হয়ে যাবে। আপনার ফোন মেমোরিও অহেতুক ফুলে উঠবে না।

ডিসঅ্যাপিয়ারিং ফটোজ় - চলতি বছরে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে যোগ হয়েছে ডিসঅ্যাপিয়ারিং ফটোজ় নামক আর একটি ফিচার। এই ফিচারের আরও একটি নাম রয়েছে - 'ভিউ ওয়ান্স'। এর সাহায্যে আপনি অপর প্রান্তের কোনও ইউজারকে একটি ছবি পাঠানোর পরক্ষণেই তা গায়েব হয়ে যেতে পারে। অপর প্রান্তের সেই ইউজার চ্যাট ছেড়ে বেরিয়ে গেলেই ছবিটি ডিসঅ্যাপিয়ার বা গায়েব হয়ে যাবে। কেন এই ফিচারটি অত্যন্ত জরুরি? প্রায়শই আমাদের ফোন মেমোরি একাধিক ছবিতে ফুলে ফেঁপে ঢোল হয়ে ওঠে। আর তার বেশির ভাগ ছবিই আসে হোয়াটসঅ্যাপ থেকে। ফলে এই ফিচারটি আপনি যদি অন করে রাখেন, তাহলে হোয়াটসঅ্যাপে আসা যে কোনও ছবি আপনি একবার দেখার পরই গায়েব হয়ে যাবে। আপনার ফোন মেমোরিও অহেতুক ফুলে উঠবে না।

3 / 9
জয়েনবল গ্রুপ কল - জ়ুম মিটিং বা গুগল মিটে কোনও ভিডিয়ো মিটিং চলাকালীন আমরা উপস্থিত থাকতে না পারলে পরবর্তীতে আবার সেই মিটে জাস্ট একটা লিঙ্কের মাধ্যমেই প্রবেশ করা যায়। হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল থাকলেও এমনতর জরুরি একটা ফিচারের খামতি অনুভব করছিলেন গ্রাহকরা। জয়েনবল গ্রুপ কল ফিচার রোলআউট করে গ্রাহকদের সেই আর্জি মিটিয়ে দেয় হোয়াটসঅ্যাপ। এই ফিচারে কোনও লিঙ্ক না থাকলেও গ্রাহকরা কোনও ভাবে গ্রুপ কল মিস করে গেলে পরবর্তীতে সেই চ্যাটে ট্যাপ করেই জয়েন করতে পারেন। আবার ব্যস্ততার মুহূর্তে সেই কল জয়েন যদি না করতে পারেন তাহলে অপর প্রান্তের ইউজার একটি 'ইগনোর' অপশনও দেখতে পেয়ে যান। কাজ শেষ হলে আপনি সেই ইগনোর অপশন থেকেও সরাসরি সেই ভিডিয়ো বা ভয়েস কলে জয়েন করতে পারেন।

জয়েনবল গ্রুপ কল - জ়ুম মিটিং বা গুগল মিটে কোনও ভিডিয়ো মিটিং চলাকালীন আমরা উপস্থিত থাকতে না পারলে পরবর্তীতে আবার সেই মিটে জাস্ট একটা লিঙ্কের মাধ্যমেই প্রবেশ করা যায়। হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল থাকলেও এমনতর জরুরি একটা ফিচারের খামতি অনুভব করছিলেন গ্রাহকরা। জয়েনবল গ্রুপ কল ফিচার রোলআউট করে গ্রাহকদের সেই আর্জি মিটিয়ে দেয় হোয়াটসঅ্যাপ। এই ফিচারে কোনও লিঙ্ক না থাকলেও গ্রাহকরা কোনও ভাবে গ্রুপ কল মিস করে গেলে পরবর্তীতে সেই চ্যাটে ট্যাপ করেই জয়েন করতে পারেন। আবার ব্যস্ততার মুহূর্তে সেই কল জয়েন যদি না করতে পারেন তাহলে অপর প্রান্তের ইউজার একটি 'ইগনোর' অপশনও দেখতে পেয়ে যান। কাজ শেষ হলে আপনি সেই ইগনোর অপশন থেকেও সরাসরি সেই ভিডিয়ো বা ভয়েস কলে জয়েন করতে পারেন।

4 / 9
ডেস্কটপ কলিং - কাজের জন্য ইদানিং কালে হোয়াটসঅ্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার হয়ে উঠেছে। আর সেই কারণে অনেকেই ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। এই হোয়াটসঅ্যাপ ওয়েবে একাধিক ফিচার থাকলেও কলিংয়ের কোনও ফিচার ছিল না এত দিন পর্যন্ত। এমনকি এখনও সেই ফিচারটি দেওয়া হয়নি। তবে আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সন ব্যবহার করেন, তাহলে সেখান থেকে কলও করতে পারবেন। তবে ডেস্কটপ থেকে ওয়ান অন ওয়ান কলই করা যাবে। এর মাধ্যমে আপনি কোনও গ্রুপ কলিং করতে পারবেন না। যদিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গ্রুপ ভয়েস ও ভিডিয়ো কলিংও শীঘ্রই এই ডেস্কটপ অ্যাপে যোগ করা হবে।

ডেস্কটপ কলিং - কাজের জন্য ইদানিং কালে হোয়াটসঅ্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার হয়ে উঠেছে। আর সেই কারণে অনেকেই ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। এই হোয়াটসঅ্যাপ ওয়েবে একাধিক ফিচার থাকলেও কলিংয়ের কোনও ফিচার ছিল না এত দিন পর্যন্ত। এমনকি এখনও সেই ফিচারটি দেওয়া হয়নি। তবে আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সন ব্যবহার করেন, তাহলে সেখান থেকে কলও করতে পারবেন। তবে ডেস্কটপ থেকে ওয়ান অন ওয়ান কলই করা যাবে। এর মাধ্যমে আপনি কোনও গ্রুপ কলিং করতে পারবেন না। যদিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গ্রুপ ভয়েস ও ভিডিয়ো কলিংও শীঘ্রই এই ডেস্কটপ অ্যাপে যোগ করা হবে।

5 / 9
মাল্টি ডিভাইস ফিচার - মাল্টি ডিভাইস ফিচার লঞ্চ করার মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইস থেকে একটাই অ্যাকাউন্ট চালানোর কাজটি আরও সহজ করে দিয়েছে। তবে তার জন্য প্রাথমিক ভাবে আপনাকে একটা ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। তার পরে সেই ডিভাইস ছাড়াও কোনও ল্যাপটপ বা ডেস্কটপ এবং আরও একটি বা দুটি ফোনে আপনার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করতে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে ডান দিকের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং তার পরই দেখতে পাবেন 'লিঙ্কড ডিভাইসেস' সেকশন। মাল্টি ডিভাইস সাপোর্টে আপনি ফোন বা কম্পিউটার মিলিয়ে একসঙ্গে চারটি ডিভাইস থেকে একটাই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।

মাল্টি ডিভাইস ফিচার - মাল্টি ডিভাইস ফিচার লঞ্চ করার মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইস থেকে একটাই অ্যাকাউন্ট চালানোর কাজটি আরও সহজ করে দিয়েছে। তবে তার জন্য প্রাথমিক ভাবে আপনাকে একটা ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। তার পরে সেই ডিভাইস ছাড়াও কোনও ল্যাপটপ বা ডেস্কটপ এবং আরও একটি বা দুটি ফোনে আপনার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করতে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে ডান দিকের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং তার পরই দেখতে পাবেন 'লিঙ্কড ডিভাইসেস' সেকশন। মাল্টি ডিভাইস সাপোর্টে আপনি ফোন বা কম্পিউটার মিলিয়ে একসঙ্গে চারটি ডিভাইস থেকে একটাই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।

6 / 9
ডিসঅ্যাপিয়ারিং চ্যাট - টেলিগ্রামে যে সিক্রেট চ্যাট অপশন রয়েছে এবং ইনস্টাগ্রামে যে ভ্যানিশ মোড রয়েছে, তাদের মতোই এই হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং চ্যাট। এই ফিচারের সাহায্যে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের ব্যবধানে যে কোনও গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত কোনও চ্যাট ডিসঅ্যাপিয়ার বা গায়েব করে দিতে পারবেন। যে কোনও গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট ওপেন করে কনট্যাক্ট ইনফো অপশনে গেলেই এই ডিসঅ্যাপিয়ারিং চ্যাট অপশনটি দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করলেই তা অন হয়ে যাবে। কত দিনের পুরাতন চ্যাট অদৃশ্য বা ডিসঅ্যাপিয়ার করে রাখতে চান, তার জন্য 'ডিফল্ট টাইমার' সেট করে রাখতে হবে। সেখানেই আপনাকে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের অপশন দেখানো হবে। কোনও কারণে এই ফিচার আপনি আবার ব্যবহার করতে না চাইলে ডিফল্ট টাইমার অপশনটি টার্ন অফ করে দিলেই তা বন্ধ হয়ে যাবে।

ডিসঅ্যাপিয়ারিং চ্যাট - টেলিগ্রামে যে সিক্রেট চ্যাট অপশন রয়েছে এবং ইনস্টাগ্রামে যে ভ্যানিশ মোড রয়েছে, তাদের মতোই এই হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং চ্যাট। এই ফিচারের সাহায্যে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের ব্যবধানে যে কোনও গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত কোনও চ্যাট ডিসঅ্যাপিয়ার বা গায়েব করে দিতে পারবেন। যে কোনও গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট ওপেন করে কনট্যাক্ট ইনফো অপশনে গেলেই এই ডিসঅ্যাপিয়ারিং চ্যাট অপশনটি দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করলেই তা অন হয়ে যাবে। কত দিনের পুরাতন চ্যাট অদৃশ্য বা ডিসঅ্যাপিয়ার করে রাখতে চান, তার জন্য 'ডিফল্ট টাইমার' সেট করে রাখতে হবে। সেখানেই আপনাকে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের অপশন দেখানো হবে। কোনও কারণে এই ফিচার আপনি আবার ব্যবহার করতে না চাইলে ডিফল্ট টাইমার অপশনটি টার্ন অফ করে দিলেই তা বন্ধ হয়ে যাবে।

7 / 9
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার - চলতি বছরের শুরুতেই দরকারি এই ফিচারটি নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। অত্যন্ত জরুরি এই ফিচারের সাহায্যে আইওএস থেকে অ্যান্ড্রয়েডে যে কোনও হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করা যায়। তবে এই ফিচার ব্যবহার করতে ইউজারদের একটি ইউএসবি টাইপ-সি চার্জিং কেবেল প্রয়োজন হয়। যদিও সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার দেখতে পাবেন না। তার জন্য ফোনে অন্তত অ্যান্ড্রয়েড ১০ বা তার বেশি কোনও ভার্সন থাকতে হবে এবং অতি অবশ্যই সেটি একটি স্যামসাং ডিভাইস হতে হবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচারটি পৌঁছে যাবে।

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার - চলতি বছরের শুরুতেই দরকারি এই ফিচারটি নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। অত্যন্ত জরুরি এই ফিচারের সাহায্যে আইওএস থেকে অ্যান্ড্রয়েডে যে কোনও হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করা যায়। তবে এই ফিচার ব্যবহার করতে ইউজারদের একটি ইউএসবি টাইপ-সি চার্জিং কেবেল প্রয়োজন হয়। যদিও সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার দেখতে পাবেন না। তার জন্য ফোনে অন্তত অ্যান্ড্রয়েড ১০ বা তার বেশি কোনও ভার্সন থাকতে হবে এবং অতি অবশ্যই সেটি একটি স্যামসাং ডিভাইস হতে হবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচারটি পৌঁছে যাবে।

8 / 9
হোয়াটসঅ্যাপ পেমেন্ট সিস্টেম - এ বছরের আর একটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ ফিচার হল তার পেমেন্ট সিস্টেম অর্থাৎ হোয়াটসঅ্যাপ পে। ২০২১ সালেই ভারতে ইউপিআই ভিত্তিক হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চ করা হয়েছে। এই ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ইউজাররা দেশের যে কোনও প্রান্ত টাকা পাঠাতে পারেন আবার সেখান থেকে টাকা রিসিভও করতে পারেন। সম্প্রতি ভারতে হোয়াটসঅ্যাপ পে আরও জনপ্রিয় করার জন্য দেশের ৫০০-রও বেশি গ্রাম দত্তক নিয়েছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানো বা রিসিভ কী ভাবে করা যায়, প্রত্যন্ত গ্রামের মানুষদের তা বিভিন্ন ভাবে শেখানো হবে সংস্থার তরফ থেকে। প্রসঙ্গত, ভারতে লঞ্চের কয়েক মাসের মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপ পে। বহু মানুষ এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন।

হোয়াটসঅ্যাপ পেমেন্ট সিস্টেম - এ বছরের আর একটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ ফিচার হল তার পেমেন্ট সিস্টেম অর্থাৎ হোয়াটসঅ্যাপ পে। ২০২১ সালেই ভারতে ইউপিআই ভিত্তিক হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চ করা হয়েছে। এই ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ইউজাররা দেশের যে কোনও প্রান্ত টাকা পাঠাতে পারেন আবার সেখান থেকে টাকা রিসিভও করতে পারেন। সম্প্রতি ভারতে হোয়াটসঅ্যাপ পে আরও জনপ্রিয় করার জন্য দেশের ৫০০-রও বেশি গ্রাম দত্তক নিয়েছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানো বা রিসিভ কী ভাবে করা যায়, প্রত্যন্ত গ্রামের মানুষদের তা বিভিন্ন ভাবে শেখানো হবে সংস্থার তরফ থেকে। প্রসঙ্গত, ভারতে লঞ্চের কয়েক মাসের মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপ পে। বহু মানুষ এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন।

9 / 9
স্টিকার সাজেশন - ২০২১ সালে হোয়াটসঅ্যাপ স্টিকার সংক্রান্ত একাধিক পরিবর্তন করেছে। এর আগে ইউজারদের হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ডেড কিছু স্টিকার নিয়েই সন্তুষ্ট থাকতে হত। কিন্তু এবার থেকে ইউজাররা নিজেদের পছন্দসই স্টিকার তৈরি করে রাখতে পারবেন। খুব সম্প্রতি এই স্টিকার তৈরি করার ফিচারটি রোলআউট করেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি বিশেষ একটা ইভেন্টে বা নির্দিষ্ট কোনও কনট্যাক্টের জন্য স্টিকার পাঠাতে ইউজারদের পরামর্শও দিচ্ছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। সেই সঙ্গেই আবার বিভিন্ন ছবিকে স্টিকারে রূপান্তরিতও করা যাবে এই ফিচারের মাধ্যমে। এই ফিচার ব্যবহার করে আপনি এবার থেকে স্টিকার তৈরি করে রাখতে পারবেন এবং পরবর্তীতে তা সেভও করে রাখতে পারবেন।

স্টিকার সাজেশন - ২০২১ সালে হোয়াটসঅ্যাপ স্টিকার সংক্রান্ত একাধিক পরিবর্তন করেছে। এর আগে ইউজারদের হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ডেড কিছু স্টিকার নিয়েই সন্তুষ্ট থাকতে হত। কিন্তু এবার থেকে ইউজাররা নিজেদের পছন্দসই স্টিকার তৈরি করে রাখতে পারবেন। খুব সম্প্রতি এই স্টিকার তৈরি করার ফিচারটি রোলআউট করেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি বিশেষ একটা ইভেন্টে বা নির্দিষ্ট কোনও কনট্যাক্টের জন্য স্টিকার পাঠাতে ইউজারদের পরামর্শও দিচ্ছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। সেই সঙ্গেই আবার বিভিন্ন ছবিকে স্টিকারে রূপান্তরিতও করা যাবে এই ফিচারের মাধ্যমে। এই ফিচার ব্যবহার করে আপনি এবার থেকে স্টিকার তৈরি করে রাখতে পারবেন এবং পরবর্তীতে তা সেভও করে রাখতে পারবেন।

Next Photo Gallery