Photo Gallery: উত্তাল দিঘা! গার্ডরেল টপকাল জল, ভয়ে হোটেলমুখী হলেন পর্যটকেরা
TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস
Sep 12, 2021 | 10:18 PM
Digha: আগামী দুই-তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায়। তাছাড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
1 / 5
কয়েকদিন আগেই নিম্নচাপের প্রভাব কাটিয়ে উঠেছে দিঘা। শুরু হচ্ছিল পর্যটকদের আনাগোনা। রবিবারের ছুটির মজা ভেস্তে দিল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। আবারও দুর্যোগের আশঙ্কা শুনিয়েছে হাওয়া অফিস। সতর্ক দিঘা প্রশাসনও। তার মধ্যে রবিবার তীব্র জলোচ্ছ্বাস দেখা গেল দিঘা সমুদ্রে। সমুদ্রের জল টপকাল গার্ডওয়াল।
2 / 5
আবারও গভীর নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। সেই আশঙ্কার জেরে উপকূলে সতর্কতা জারি করেছে প্রশাসন। রবিবার দিঘা সমুদ্র ছিল উত্তাল। ছুটির দিনে সমুদ্রকে উপভোগ করার জন্য বহু পর্যটকের ভিড় ছিল সৈকত সরণিতে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য হোটেলে ফিরতে হল তাঁদের। নিম্নচাপের ভ্রুকুটির মধ্যে এদিন সামুদ্রিক জলোচ্ছ্বাস গার্ড ওয়াল টপকালো। তীব্র জলোচ্ছ্বাসে ভয়ে হোটেলে ফিরে গেলেন পর্যটকরা।
3 / 5
নিম্নচাপ এদিন আরও কিছুটা শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কাছাকাছি অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসবে বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে সকাল থেকেই বৃষ্টি দিঘায়। মেঘলা আকাশ আর বৃষ্টির মধ্যে ভয়ঙ্কর রূপ ধারন করল দিঘা সমুদ্র।
4 / 5
দিঘা পুলিশ প্রশাসনের তরফে পর্যটক ও মৎসজীবীদের সাবধানবাণী দেওয়া হয়েছে। যাতে সমুদ্রে স্নান বা মৎস্যজীবীরা মৎস শিকারে না যান এ ব্যাপারে আলাদা করে সতর্ক প্রশাসনও। গত ৭ তারিখ সরকারি নির্দেশ উপেক্ষা করে মৎস্য শিকারে বেরিয়ে বিপাকে পড়েছিল দক্ষিণ ২৪পরগনার নামখানার একটি ইঞ্জিন চালিত নৌকো। তাই এবার সতর্ক প্রশাসন। রামনগর ব্লক প্রশাসন কড়া বার্তা পাঠিয়েছেন যাতে কোনো ভাবেই ট্রলার বা নৌকা মাছ ধরতে না যায়।
5 / 5
আগামী দুই-তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায়।
নিজস্ব চিত্র