Tragic Love Stories of Cricketers: বাগদান হয়েও বিচ্ছেদ, কারও স্ত্রী জড়িয়ে পরকীয়ায়; ক্রিকেটারদের যত ব্যর্থ প্রেম
TV9 Bangla Digital | Edited By: TV9 Bangla
Feb 09, 2023 | 6:09 PM
প্রেম সবসময় পরিণতি পাবে এমন ভাগ্য সবার হয় না। আবার অনেকের প্রেম বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছালেও বেশিদূর গড়াতে পারেনি। মাঝপথেই আলাদা হয়ে গিয়েছে দুটি পথ। ভালোবাসার সপ্তাহে ভারতীয় ক্রিকেটারদের এমনই কিছু ব্যর্থ প্রেমের দিকে তাকানো যাক।
1 / 7
খ্যাতি, সাফল্যের চুড়োয় থাকা ভারতীয় ক্রিকেটারদের দুমদাম প্রেমে পড়ার 'বদনাম' রয়েছে। সাফল্যের হার যেমন বেশি তেমনই প্রেমে দাগা খাওয়ার সংখ্যাও কম নয়।(ছবি:টুইটার)
2 / 7
বিয়ে, সন্তানের পরও বিচ্ছেদের পথে হেঁটেছেন শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়। বয়সে বড় ও দুই সন্তানের মা আয়েশার প্রেমে পড়েছিলেন গব্বর। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আয়েশা ফের একবার বিয়ের পিঁড়িতে বসেন ধাওয়ানের সঙ্গে। কিন্তু এত সুখ সইল কই? (ছবি:টুইটার)
3 / 7
রাজ পরিবারের ক্রিকেটার ছেলে ও বলিউডের খ্যাতনামা অভিনেত্রী একে অপরের প্রেমে মশগুল ছিলেন। বাদ সাধল অজয় জাডেজার ম্যাচ গড়াপেটায় ষুক্ত হওয়া। কলঙ্কের কালি থেকে নিজেকে বাঁচাতে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন মাধুরী দীক্ষিত। (ছবি:টুইটার)
4 / 7
ভারতীয় ক্রিকেটের যুবরাজ ও বলিউডের বাবলি অভিনেত্রী কিম শর্মার প্রেমের কিসসা ঘুরে বেড়াত আকাশে বাতাসে। সব ঠিকঠাক থাকলেও যুবির মা দু চক্ষে দেখতে পারতেন না মহব্বতে সিনেমার অভিনেত্রীকে। যুবিও মা ও প্রেমিকার মধ্যে প্রথমজনকেই বেছে নিয়েছিলেন। সম্পর্ক গড়িয়েছিল ৪ বছর পর্যন্ত।(ছবি:টুইটার)
5 / 7
বিবাহিত, দুই সন্তানের বাবা মহম্মদ আজহারউদ্দিনের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন অভিনেত্রী সঙ্গীতা বিজলানি। ধর্ম পরিবর্তন করে বিয়েও করেন আজহার-সঙ্গীতা। ১৪ বছর একসঙ্গে কাটানোর পর আজহার ঝোঁকেন ব্যাডমিন্টন বিউটি জ্বালা গুট্টার দিকে। সঙ্গীতাও এরপর আজহারের সঙ্গে না থাকার সিদ্ধান্ত নেন।(ছবি:টুইটার)
6 / 7
রবি শাস্ত্রী ও অভিনেত্রী অমৃতা সিংয়ের বাগদান পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই দু'জনের পথ আলাদা হয়ে যায়। শাস্ত্রী চাইতেন কেরিয়ারে ইতি টেনে সংসার করুক অমৃতা। অভিনেত্রী সেই শর্তে রাজি ছিলেন না।(ছবি:টুইটার)
7 / 7
দীনেশ কার্তিকের অনুপস্থিতিতে লুকিয়ে তাঁরই সতীর্থ ও বন্ধু মুরলি বিজয়ের সঙ্গে দেখা করতেন স্ত্রী নিকিতা। কার্তিককে অন্ধকারে রেখেই চলছিল পরকীয়া। নিকিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর নিকিতা-মুরলির পরকীয়া ফাঁস হয়ে যায়। বিনা বাক্য ব্যায়ে ডিভোর্স পেপারে সই করে দেন কার্তিক। (ছবি:টুইটার)