Manali: মাত্র ৩দিনের ঝটিতি সফরে মানালি-ভ্রমণ! কোথায় কী কী দেখবেন, রইল ট্রাভেল গাইড

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 27, 2022 | 5:57 PM

Travel Guide: হিমাচল প্রদেশের একটি মনোরম ও জনপ্রিয় হিল স্টেশনের নাম, মানালি। ভারতের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি।

1 / 11
যে কোনও সময় মানালি হল সেরা ডেস্টিনেশন। আপনার হাতে যদি মাত্র তিনদিন থাকে, তাহলে মানালির পথ বেয়ে কোথায় কোথায় ঝটিতি সফরে যাবেন, দেখুন...

যে কোনও সময় মানালি হল সেরা ডেস্টিনেশন। আপনার হাতে যদি মাত্র তিনদিন থাকে, তাহলে মানালির পথ বেয়ে কোথায় কোথায় ঝটিতি সফরে যাবেন, দেখুন...

2 / 11
তিন দিনের মধ্যে খুব সহজেই দেশের সবচেয়ে বিখ্যাত স্থানের স্বাদ নিতে কী কী করবেন , কোথায় কোথায় যাবেন, রইল তার গাইড টিপস...

তিন দিনের মধ্যে খুব সহজেই দেশের সবচেয়ে বিখ্যাত স্থানের স্বাদ নিতে কী কী করবেন , কোথায় কোথায় যাবেন, রইল তার গাইড টিপস...

3 / 11
মানালির হোটেলে গিয়ে প্রথমে বিখ্যাত স্থানীয় বাজারে যান। হিড়ম্বা দেবী মন্দির, মানু মন্দির, বিয়াস নদী দেখুন।

মানালির হোটেলে গিয়ে প্রথমে বিখ্যাত স্থানীয় বাজারে যান। হিড়ম্বা দেবী মন্দির, মানু মন্দির, বিয়াস নদী দেখুন।

4 / 11
মানালি বাস স্ট্যান্ড থেকে ২ কিমি দূরে অবস্থিত দেশের প্রাচীন মন্দির হিড়ম্বা মন্দির।

মানালি বাস স্ট্যান্ড থেকে ২ কিমি দূরে অবস্থিত দেশের প্রাচীন মন্দির হিড়ম্বা মন্দির।

5 / 11
মানালি বাস স্ট্যান্ড থেকে মাত্র ৩ কিমি দূরে মানু মন্দির অবস্থিত। পৌরাণিক কাহিনি বলছে, মানু হলেন পৃথিবীতে মানুষের সৃষ্টিকর্তা। তাঁর নামানুসারেই মানালি নাম।

মানালি বাস স্ট্যান্ড থেকে মাত্র ৩ কিমি দূরে মানু মন্দির অবস্থিত। পৌরাণিক কাহিনি বলছে, মানু হলেন পৃথিবীতে মানুষের সৃষ্টিকর্তা। তাঁর নামানুসারেই মানালি নাম।

6 / 11
বাস স্ট্যান্ড থেকে ৩ কিমি দূরে অবস্থিত বশিষ্ঠ মন্দির। মন্দিরটি ঋষি বশিষ্ঠকে উত্‍সর্গ করে তৈরি করা। বশিষ্ঠ ছিলেন ভগবান রামের গুরু।

বাস স্ট্যান্ড থেকে ৩ কিমি দূরে অবস্থিত বশিষ্ঠ মন্দির। মন্দিরটি ঋষি বশিষ্ঠকে উত্‍সর্গ করে তৈরি করা। বশিষ্ঠ ছিলেন ভগবান রামের গুরু।

7 / 11
বশিষ্ঠ মন্দিরের অদূরেই যোগিনী জলপ্রপাত। মানালি বাস স্ট্যান্ড থেকে ৮ কিমি দূরে। হিল স্টেশনের অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান।

বশিষ্ঠ মন্দিরের অদূরেই যোগিনী জলপ্রপাত। মানালি বাস স্ট্যান্ড থেকে ৮ কিমি দূরে। হিল স্টেশনের অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান।

8 / 11
দ্বিতীয় দিনে, অসাধারণ সোলাং ভ্যালি যাওয়ার প্ল্যান করতে পারেন। স্কিইয়িং, মাউন্টেনারিং, ট্রেকিং, হাইকিং করার সেরা ঠিকানা।

দ্বিতীয় দিনে, অসাধারণ সোলাং ভ্যালি যাওয়ার প্ল্যান করতে পারেন। স্কিইয়িং, মাউন্টেনারিং, ট্রেকিং, হাইকিং করার সেরা ঠিকানা।

9 / 11
একইদিনে ঘুরে আসুন রোটাং পাসে। হিমাচল প্রদেশের সেরা গন্তব্যস্থল বলা চলে।

একইদিনে ঘুরে আসুন রোটাং পাসে। হিমাচল প্রদেশের সেরা গন্তব্যস্থল বলা চলে।

10 / 11
তৃতীয় দিনে হিমাচলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা নাগর গুহা। কাঠের তৈরি গুহাগুলি হেরিটেজ জায়াগা বলে ঘোষণা করা হয়েছে।

তৃতীয় দিনে হিমাচলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা নাগর গুহা। কাঠের তৈরি গুহাগুলি হেরিটেজ জায়াগা বলে ঘোষণা করা হয়েছে।

11 / 11
মানালি থেকে ৮০ কিমি দূরে পার্বতী ভ্য়ালিতে মনিকরনে একবার ঢুঁ দিয়ে আসুন। তিনদিনের ট্রিপ সার্থক হবে।

মানালি থেকে ৮০ কিমি দূরে পার্বতী ভ্য়ালিতে মনিকরনে একবার ঢুঁ দিয়ে আসুন। তিনদিনের ট্রিপ সার্থক হবে।

Next Photo Gallery