Winter Special Desserts: এই শীতে মিষ্টি মুখ করুন নলেন গুড়ের তৈরি এই ডেসার্টগুলি দিয়ে

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 20, 2021 | 6:20 PM

নলেন গুড় দিয়ে কোন কোন মিষ্টিজাতীয় খাবার তৈরি করতে পারবেন, দেখে নিন এক নজরে...

1 / 6
পায়েস তো সারা বছরই রাঁধেন। এই শীতে পায়েস রাঁধুন নলেন গুড় দিয়ে।

পায়েস তো সারা বছরই রাঁধেন। এই শীতে পায়েস রাঁধুন নলেন গুড় দিয়ে।

2 / 6
এই শীতে খেতে পারেন নলেন গুড়ের রসগোল্লা।

এই শীতে খেতে পারেন নলেন গুড়ের রসগোল্লা।

3 / 6
জল ভরা সন্দেশের স্বাদ অনন্য। এই সন্দেশের মধ্যে নলেন গুড় দেওয়া থাকে।

জল ভরা সন্দেশের স্বাদ অনন্য। এই সন্দেশের মধ্যে নলেন গুড় দেওয়া থাকে।

4 / 6
এখন সহজেই বাজারে পাওয়া যায় নলেন গুড়ের আইসক্রিম। প্রয়োজনে বাড়িতেও তৈরি করতে পারেন এই আইসক্রিম।

এখন সহজেই বাজারে পাওয়া যায় নলেন গুড়ের আইসক্রিম। প্রয়োজনে বাড়িতেও তৈরি করতে পারেন এই আইসক্রিম।

5 / 6
ছানা ও নলেন গুড় দিয়ে বাড়িতেই তৈরি পারেন কাঁচা গোল্লা। যেমন সহজ রেসিপি তেমনই সুস্বাদু।

ছানা ও নলেন গুড় দিয়ে বাড়িতেই তৈরি পারেন কাঁচা গোল্লা। যেমন সহজ রেসিপি তেমনই সুস্বাদু।

6 / 6
কড়া পাকের সন্দেশের স্বাদও অনন্য। তাই এই শীতে খেতে পারেন নলেন গুড়ের সন্দেশ।

কড়া পাকের সন্দেশের স্বাদও অনন্য। তাই এই শীতে খেতে পারেন নলেন গুড়ের সন্দেশ।

Next Photo Gallery