বৃদ্ধ বাবা-মাকে নিয়ে বেড়াতে যান, ছবিতে রইল জায়গার হদিশ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 22, 2021 | 4:11 PM

বাবা-মায়ের বয়স হয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের নিয়ে বেড়াতে যাওয়া সহজ কথা নয়। কিন্তু ফি বছর আপনারা দুটিতে মিলে ট্রিপে বেরিয়ে পড়েন। ঘরের কোণে পড়েন থাকেন বৃদ্ধ-বৃদ্ধা। তাঁদেরও তো মনে ইচ্ছে জাগে। তাই পরের ট্রিপ দোকায় নয়, বাবা-মাকেও নিয়ে যান সঙ্গে। দেশের মধ্যেই আছে তেমন জায়গা, যেখানে আনায়াসে বাবা-মাকে নিয়ে যেতে পারবেন।

1 / 7
আলেপ্পি—কেরলের ব্যাকওয়াটার্সে যেতে পারেন বাবা-মাকে নিয়ে। বোটে থাকতে পারেন দিন দুই।

আলেপ্পি—কেরলের ব্যাকওয়াটার্সে যেতে পারেন বাবা-মাকে নিয়ে। বোটে থাকতে পারেন দিন দুই।

2 / 7
শিলং—মেঘালয়ের রাজধানী। রবিঠাকুরের 'শেষের কবিতা'র এক ঝলক দেখাতে বাবা-মাকে নিয়ে যেতে পারেন পূর্ব ভারতের এই পাহাড়ি শহরে।

শিলং—মেঘালয়ের রাজধানী। রবিঠাকুরের 'শেষের কবিতা'র এক ঝলক দেখাতে বাবা-মাকে নিয়ে যেতে পারেন পূর্ব ভারতের এই পাহাড়ি শহরে।

3 / 7
কুর্গ—কর্ণাটকের ছোট্ট শহর কুর্গে নিয়ে যেতে পারেন। ঘোরাতে পারেন কফি বাগান, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্য।

কুর্গ—কর্ণাটকের ছোট্ট শহর কুর্গে নিয়ে যেতে পারেন। ঘোরাতে পারেন কফি বাগান, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্য।

4 / 7
কোদাইকানাল—তামিলনাড়ুর ছোট্ট শহর কোদাইকানালের প্রাকৃতিক সৌন্দর্য বাবা-মাকে আনন্দ দেবে।

কোদাইকানাল—তামিলনাড়ুর ছোট্ট শহর কোদাইকানালের প্রাকৃতিক সৌন্দর্য বাবা-মাকে আনন্দ দেবে।

5 / 7
রামেশ্বরম—গাল্ফ অফ মান্নারের এই শহরে নিয়ে যান বাবা-মাকে। মন্দির দর্শনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও মন কাড়বে তাঁদের।

রামেশ্বরম—গাল্ফ অফ মান্নারের এই শহরে নিয়ে যান বাবা-মাকে। মন্দির দর্শনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও মন কাড়বে তাঁদের।

6 / 7
অমৃতসর—শহরের কাছেই জালিয়ানওয়ালাবাগ। বাবা-মাকে ঘুরিয়ে আনুন গোল্ডেন টেম্পল।

অমৃতসর—শহরের কাছেই জালিয়ানওয়ালাবাগ। বাবা-মাকে ঘুরিয়ে আনুন গোল্ডেন টেম্পল।

7 / 7
বরাণসী—ধর্মস্থান বরাণসীর নদীঘাটে চুপচাপ বসে থাকুন বাবা-মাকে নিয়ে। উপভোগ করুন সন্ধ্যারতি।

বরাণসী—ধর্মস্থান বরাণসীর নদীঘাটে চুপচাপ বসে থাকুন বাবা-মাকে নিয়ে। উপভোগ করুন সন্ধ্যারতি।

Next Photo Gallery
বাইকুল্লা জেলে ঠাঁই হয়েছিল রিয়া চক্রবর্তীর, কালো পোশাকে রাজ কুন্দ্রার দেখা মিলল সেখানেই
বর্ষায় তাজা খেজুর খাওয়া কতটা উপকারী, জানুন এখানে