আলেপ্পি—কেরলের ব্যাকওয়াটার্সে যেতে পারেন বাবা-মাকে নিয়ে। বোটে থাকতে পারেন দিন দুই।
শিলং—মেঘালয়ের রাজধানী। রবিঠাকুরের 'শেষের কবিতা'র এক ঝলক দেখাতে বাবা-মাকে নিয়ে যেতে পারেন পূর্ব ভারতের এই পাহাড়ি শহরে।
কুর্গ—কর্ণাটকের ছোট্ট শহর কুর্গে নিয়ে যেতে পারেন। ঘোরাতে পারেন কফি বাগান, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্য।
কোদাইকানাল—তামিলনাড়ুর ছোট্ট শহর কোদাইকানালের প্রাকৃতিক সৌন্দর্য বাবা-মাকে আনন্দ দেবে।
রামেশ্বরম—গাল্ফ অফ মান্নারের এই শহরে নিয়ে যান বাবা-মাকে। মন্দির দর্শনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও মন কাড়বে তাঁদের।
অমৃতসর—শহরের কাছেই জালিয়ানওয়ালাবাগ। বাবা-মাকে ঘুরিয়ে আনুন গোল্ডেন টেম্পল।
বরাণসী—ধর্মস্থান বরাণসীর নদীঘাটে চুপচাপ বসে থাকুন বাবা-মাকে নিয়ে। উপভোগ করুন সন্ধ্যারতি।