
চিজ মাশরুম ওমলেট তৈরির জন্য প্রয়োজন ৩ টে ডিম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো মাখন, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি, ২ টেবিল চামচ মোজারেলা চিজ, ৬-৭টি মাঝারি আকারের পাতলা স্লাইস করে কাটা মাশরুম, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা প্রয়োজন মতো।

মাশরুম এবং ধনে পাতা জলে ভাল করে ধুয়ে কেটে নিন। এরপর, মাঝারি আঁচে প্যান বসিয়ে তেল গরম করুন। প্যানে মাশরুম, হাফ টেবিল চামচ মাখন, লবণ এবং গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিন। প্রায় তিন মিনিট পর নামিয়ে একপাশে রেখে দিন।

এবার একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ এবং গোলমরিচ দিয়ে ভালভাবে মেশান।

তারপর মাঝারি আঁচে প্যান বসিয়ে বাকি মাখন দিন। মাখন গলে গেলে প্যানটি এক-দুইবার ঘুরিয়ে দিন, যাতে চারিদিকে মাখনটি সমানভাবে ছড়িয়ে যায়।

এবার ডিমের মিশ্রণটি ঢেলে প্যানের চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিন। ডিমটা একটু সেট হলে, তাতে চিজ গ্রেট করে দিন এবং মাশরুমও দিয়ে দিন।

প্যানের ধারগুলোতে অল্প অল্প তেল ঢেলে দিন এবং ডিমের নীচের দিকটা ভাজা হয়ে গেলে, অমলেটটি অর্ধেক ভাঁজ করে দিন। হয়ে গেলে নামিয়ে নিন। ব্যস তৈরি আপনার চিজ অ্যান্ড মাশরুম অমলেট! এবার ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।