
টক লেবু শুক্রের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে অনেক রস এমন লেবু চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। লেবুর বেশ কিছু সহজ প্রতিকারগুলি মেনে চললে জীবনে কোনও সমস্যাই থাকে না। কুণ্ডলীতে শুক্র ও চন্দ্রের অবস্থানকেও শক্তিশালী করে তোলে এই ছোট্ট একটি পালিলেবু।

তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে যে লেবুর এই সহজ প্রতিকারগুলি মেনে চললে অর্থ, পরিবার, কেরিয়ার ইত্যাদি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। লেবুর এই সহজ প্রতিকারগুলি কী কী তা জেনে নিন এখানে...

বহু প্রচেষ্টা ও পরিশ্রম করেও অনেকসময় সফল আসে না। তন্ত্রশাস্ত্রে লেবুর একটি সহজ ও ছোট্ট প্রতিকার মেনে চলতে পারেন। এর জন্য হনুমান মন্দিরে একটি লেবু ও চারটি লবঙ্গ নিয়ে হনুমানজির সামনে রেখে দিন। এরপর সুন্দরকাণ্ড ও হনুমান চালিসা পাঠ করুন।

প্রার্থনা শেষ হলে লবঙ্গসহ লেবু নিয়ে নতুন কাজ শুরু করতে পারেন। কাজ শেষ হলে প্রবাহিত জলে লবঙ্গ দিয়ে লেবু ভাসিয়ে দিন। এই নিয়ম মেনে চললে বহুদিন ধরে আটকে থাকা কাজগুলি দ্রুত সফল হতে শুরু করবে। উন্নতি হবে তরতরিয়ে।

যদি ব্যবসায় মন্দা দেখা যায়, তাহলে লেবুর এই ছোট্ট ট্রিকসটি মেনে চলতে পারেন। শনিবার একটি লেবু নিয়ে কর্মস্থল, দোকান যেখানেই আপনার কাজের জায়গা রয়েছে, সেখানকার চার দেওয়ালে ছুঁইয়ে দিন। এর পর লেবুকে চার টুকরো করে চার দিকে ফেলে দিন। টানা সাত শনিবার এমনটা করুন। ব্যবসায় মন্দাভাব ও আর্থিক সঙ্কট কেটে গিয়ে সমৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

বহুদিনের কাজ আটকে রয়েছে, সেই কাজ কখনও সফল হয়ে শেষ হয় না। ভাগ্য কিছুতেই সহায় থাকে না। এর জন্য একটি লেবু নিয়ে মাথায় সাতবার আঘাত করে দুই টুকরো করে কেটে নিন। বাম পাশের টুকরোটি ডান দিকে নিক্ষেপ করুন ও ডান পাশের টুকরোটি বাম দিকে নিক্ষেপ করুন। এতে ভাগ্য সবসময় সহায় থাকবে ও চারপাশের নেতিবাচক শক্তিরও অবসান ঘটবে।

সুখ, শান্তি ও সমৃদ্ধির দরজা খুলতে লেবুর এই সহজ কৌশলটি আপনার উপকারে আসতে পারে। অনেক সময় কোনও না কোনও কারণে উন্নতি ও সমৃদ্ধির দরজা কিছুতেই খুলতে চায় না। একটি লেবু মাথা থেকে পা পর্যন্ত ছুঁইয়ে ২১বার আঘাত করুন, চারটি অংশে কেটে প্রতিটি দিকে নিক্ষেপ করুন। এর পরে একটি জলযুক্ত নারকেল নিয়ে ২১ বার আঘাত করুন ও মন্দিরে সেই পুরো নারকেলটি পুড়িয়ে দিন।

যদি আপনার কোনও কাজ আটকে থাকে বা ভাল কর্মসংস্থান না পান তাহলে বড় লেবু রাত ১২টার রাস্তায় ফেলে চারটি ভাগে কেটে দূরে ফেলে দিন। রবিবার লেবুতে চারটি লবঙ্গ পুঁতে হনুমান মন্দিরে যান ও 'ওম শ্রী হনুমতে নমঃ' মন্ত্র ১০৮ বার জপ করতে পারেন। সেই লেবু বাড়িতে নিয়ে এসে নিজের কাছে রেখে দিন।

কোনও শিশু বা ব্যক্তির উপর কুনজর পড়লে মাথা থেকে পা পর্যন্ত লেবু সাতবার আঘাত করে চার টুকরো করে নির্জন স্থানে বা রাস্তার মোড়ে ফেলে দিন। মনে রাখবেন এই কাজ করার পর আর পিছনে ফিরে তাকাবেন না। এতে করে কুনজর দূরে সরে যায়।